বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
পাবনায় ৬’শ ফুট দৈর্ঘ্যের পতাকা বানালো আর্জেন্টিনার সমর্থকরা
প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ১১:০৭ অপরাহ্ন

দেশজুড়েই বিশ্বকাপ ফুটবল খেলা শুরুর আগ থেকেই প্রিয় দলের সমর্থকদের মাঝে শুরু হয়েছে উন্মাদনা। শহর-গ্রামে, পথে-ঘাটে শোভা যাচ্ছে প্রিয় দলের পতাকা। কে, কিভাবে প্রিয় দলকে তুলে ধরবে সবার সামনে, সেই প্রতিযোগিতাই যেন চলছে সমর্থকদের মাঝে।

এরই অংশ হিসেবে পাবনায় ৬’শ ফুট দৈর্ঘ্যের পতাকা বানিয়ে তাক লাগিয়েছেন আর্জেন্টিনার সমর্থকরা। এমন উদ্যোগে খুশি দলীয় সমর্থকরাও। তবে এতে তাদের সাধুবাদ জানিয়েছেন ব্রাজিল দলের সমর্থকরাও।

পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত অঞ্চল পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বালুদিয়ার গ্রামের আর্জেন্টিনার সমর্থক যুব সমাজের উদ্যোগে ফুটবল তারকা লিওনেল মেসি আর আর্জেন্টিনাকে ভালবেসে বানিয়েছেন ৬শ’ ফুট দৈর্ঘ্যের এই পতাকা।

আর্জেন্টিনা আর মেসির স্লোগানে আনন্দ মিছিল করে সমর্থকরা গ্রামের সড়কের পাশে এই দীর্ঘ পতাকাটি টাঙিয়ে দেয়। এরপর থেকে পতাকা ঘিরে আনন্দ উৎসবে মেতে রয়েছেন তারা।

আর্জেন্টিনার সমর্থক খালেদ, আল আমিন, নির্ঝর, আসাদুজ্জামান বলেন, তাদের প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় খেলোয়ার মেসিকে ভালবেসে তারা এই পতাকা বানিয়েছেন। তাদের আশা, এবারের বিশ্বকাপ ট্রফি উঠবে লিওনেল মেসির হাতে।

গ্রামের সাধারণ মানুষও তাদের এই উদ্যোগ ও ভালবাসাকে সাধুবাদ জানিয়েছেন। আর্জেন্টিনার সমর্থকদের শুভ কামনা জানিয়েছে ব্রাজিলের সমর্থকরাও। একই গ্রামের ব্রাজিলের সমর্থকরা বলছেন, আমরা নিজেরাও ব্রাজিল দলের সমর্থক। কিন্তু গ্রামের অন্য যুবকরা আর্জেন্টিনাকে ভালবেসে যে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়। তাদের ধন্যবাদ জানাই।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft