প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ২:৪৬ অপরাহ্ন
নওগাঁয় দূর্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় দুদক কার্যালয় মিলনায়তনে এ উপলক্ষ্যে এক আলোচনাসভার আয়োজন করা হয়।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ’র উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় মাঠ পর্যায়ে দূর্নীতি প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শক্তিপদ চৌধুরী, দূর্নীতি প্রতিরোধে সততা সংঘ ও সততা ষ্টোরের ভুমিকা নিয়ে আলোচনা করেন দুদক ।
সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারেজ উদ্দিন এবং দূর্নীতি প্রতিরোধে দূর্নীতি প্রতিরোধ কমিটির ভুমিকা নিয়ে আলোচনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান।
আলোচনাসভায় অন্যান্যের মধ্যে মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুর রউফ পাভেল।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদক নওগাঁ সমন্বিত জেলা কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা কর্মচারীগণ শপথবাক্য পাঠ করেন।
দুদক কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের শপথ বাক্য পাঠ করান দুদক জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মাহমুদুর রহমান।