বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
দাউদকান্দিতে সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন
দাউদকান্দি ( কুমিল্লা ) প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ২০ নভেম্বর, ২০২২, ১:৩২ অপরাহ্ন

 গতকাল শনিবার ভোরে ধসে পড়া সড়কে চলাচলকারী ১৫ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ পড়েছে বিপাকে।

জানা যায়, গৌরীপুর-আসমানিয়া সড়কটি গোমতী নদীর পাড় ঘেঁষা হওয়ায় দুই বছর আগেও একই স্থানে ধসে পড়েছিল। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ওই সময় সড়কটি মেরামত ও নদীভাঙন বা ধস থেকে রক্ষা করতে গাইড ওয়াল নির্মাণ করেন।

সড়কে চলাচলকারী ইব্রাহিম ও মাসুম জানান, সড়কটি নদীর পাড়ে হওয়ায় প্রতি বছরই বর্ষা শেষে ফাটল দেখা দেয়।

 আর যেহেতু সড়কটির এক পাশে নদী অন্য পাশে ডোবা ও বাড়ি রয়েছে, তাই নদীর পানি কমতে শুরু করলে ডোবা থেকে নদীতে পানি চুইয়ে পড়ে। যে স্থান দিয়ে পানি চুইয়ে পড়ে সেখানেই সড়কটি ধসে পড়ে। 

এতে দাউদকান্দি উপজেলার চারপাড়া, চান্দেরচর, গলিয়ারচর, দক্ষিণ নারান্দিয়া, তিতাস উপজেলার আসমানিয়া, খলিলাবাদ, উত্তর নারান্দিয়াসহ মুরাদনগরের কয়েকটি গ্রামসহ অন্তত ১৫ গ্রামের প্রায় বিশ হাজার বাসিন্দা দুর্ভোগে পড়েছেন। 

এসব গ্রামের উৎপাদিত নানা কৃষিজ পণ্যদ্রব্য পরিবহনে ব্যাঘাত ঘটছে। আর প্রতি বছরই এ সড়কে চলাচলকারীদের এমন দুর্ভোগে পড়তে হচ্ছে।

গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান নোমান সরকার বলেন, সড়কটি ধসে যাওয়ায় কোনো যানবাহন এবং হেঁটে চলাচল করতে পারছে না। এ পথে চলাচলকারীদের ভোগান্তি বেড়েছে। 

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। মানুষ যাতে হেঁটে চলাচল করতে পারে, সেজন্য আপাতত ধসে যাওয়া অংশে বালু দিয়ে মেরামতের প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান বলেন, ধসে যাওয়া সড়কটি চলাচলের উপযোগী করতে দ্রুত মেরামতের জন্য উপজেলা প্রকৌশলী ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft