প্রকাশ: রোববার, ২০ নভেম্বর, ২০২২, ১:১৫ অপরাহ্ন
গতকাল শনিবার বিকালে টুঙ্গিপাড়ায় মধুমতি নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ।
নৌকাবাইচে ৩৫ টি নৌকা অংশ নেয়। এর মধ্যে ৩ টি নৌকা ছিলো নারীদের। অনুষ্ঠিত নৌকা বাইচ দেখতে মধুমতি নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষ জড়ো হয়।
নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ আকরাম হোসেন।
এছাড়াও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়েরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার (টুঙ্গিপাড়া-কোটালীাপাড়া) প্রতিনিধি সিনিয়র সচিব শহিদুল্লাহ খন্দকার,বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ,খুলনার সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল,বাগেরহাটের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়,গোপালগঞ্জ জেলা আওয়াম লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক,সাধারন সম্পাদক মাহাবুব আলী খান,টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস ,টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ।
নৌকা বাইচে অংশ নেয়া নৌকাগুলির মধ্যে প্রথম হয়েছে জলপরী নামক নৌকা। শ্রীরামকান্দি থেকে কুনিয়ারচর পর্যন্ত দুই কিলোমিটার নৌপথে বাইচ অনুষ্ঠিত হয়।