বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
চকরিয়ায় প্রভাবশালী কতৃক বসতভিটা জবর দখলের অপচেষ্টা
চকরিয়া , ( কক্সবাজার ) প্রতিনিধিঃ
প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৭:১৪ অপরাহ্ন

ক্সবাজারের চকরিয়া হারবাং ইউনিয়নের ৪ নং ওয়ার্ড গোদার পাড়ায় পূর্ব শত্রুতার জেরে পিতা হারা ৪ বোনের পৈতৃক বসতভিটা দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী প্রতিবেশী জাফর আলম গং এর বিরুদ্ধে।

 এ বিষয়ে ভুক্তভোগী স্থানীয় চেয়ারম্যান বরাবরে নালিশী অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে জানা যায়,শনিবার সকালে প্রতিবেশী জাফর আলম গং সহ বহিরাগত দখলবাজরা সন্ত্রাসী কায়দায় মৃত ইমাম হোছাইন গং এর বসতভিটা জবর দখলের উদ্দেশ্যে সীমানা দেওয়াল ভাংচুর করে ।

 এসময় বেশ কয়েকটি ফলজ গাছ কেটে নষ্ট করে দেয় দখলবাজরা।আদালতের নিষেধ ও স্থানীয় শালিসি বৈঠক অমান্য করে প্রভাবশালী প্রতিবেশী মৃত মজি উল্লাহর পূত্র জাফর আলম,মনজুর আলম,ওসমান গণি,আবদুর রহমান,আবদুল গণি,আবদুর রহিম সহ বহিরাগতরা এই হামলার ঘটনায় অংশ নেয়।

এ ঘটনায় একই পরিবারের ৪ বোন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।জানা যায়,স্থানীয় ৪ নং ওয়ার্ডের মৃত ইমাম হোছাইন পৈত্রিক সুত্রে ৫০শতক জমি প্রাপ্ত হন প্রকাশ মৃত কালু সওদারের ওয়ারিশগণ।

তিনি মরনে পূত্র সন্তান না থাকায় ৪ মেয়ে পৈতৃক সম্পত্তির ওয়ারিশ হন।হারবাং মৌজার সৃজিত বিএস ৩২৭৯ নং খতিয়ানের বিএস ৬২১৩,৬২১৫ দাগের মোট ৫০শতক রেকর্ড ভুক্ত আছে। যার প্রকৃত মালিক মৃত ইমাম হোছাইনের কণ্যগণ।

এ বিষয়ে মৃত ইমাম হোছাইনের কণ্যাগন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত কক্সবাজারের এমআর মামলা দায়ের করেন।

এ বিষয়টি আমলে নিয়ে বিজ্ঞ আদালত ১৪৪ জারি করেন।দখলবাজদের হাত থেকে তাদের পৈতৃক বসতভিটা রক্ষার করতে ও দখলবাজদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভুগী পরিবার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft