প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১২:৩৪ অপরাহ্ন
আজ বুধবার বিচারপতি আবু তাহের মুহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ পুলিশ মহাপরিদর্শককে বগুড়ার নিখোঁজ দুই বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন কোথায় কী অবস্থায় আছেন এ বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। আগামী ৪ জানুয়ারি এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে তাদের কেনো আদালতে হাজির করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
আদালত বলেন, মানুষের জীবন অত্যন্ত মূল্যবান, রাষ্ট্রের দুজন নাগরিক নিখোঁজ সে কারণে ১ ঘণ্টাও বিলম্ব করা যাবে না।
পরিবারের দাবি, ১৪ ডিসেম্বর বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে সেখানে বিকেল পাঁচটার দিকে ডিবি পরিচয়ে কয়েকজন তাকে তুলে নেন। এরপর দুপচাঁচিয়া সদরে নিয়ে এসে তার ফোনে দেলোয়ার নামের আরেকজনকে ডেকে এনে তুলে নেন। এরপর থেকে দুজনের কোনো হদিস মিলছে না। নিখোঁজ বিএনপির দুই নেতা হলেন কাহালু উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ওরফে হৃদয় এবং উপজেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।