বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
আখাউড়ায় বার্ষিক ওরছ মোবারক অনুষ্ঠিত।
আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ২:১৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের তুলাই শিমুল হযরত খাজা সেলিম শাহ্ (রহঃ) এর ২৩তম বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সারারাত ব্যাপী তুলাই শিমুল চকবাজার হযরত সেলিম শাহ্ (রহঃ) এর মাজার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত ওরছ মোবারকের সভাপতিত্ব করেন, তুলাইশিমুল গ্রামের বিশিষ্ট মুরব্বি মোঃ আবুল বাশার ভুঁইয়া। 

বড় লৌহঘর গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ সেলিম ভূঁইয়া শিপনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল।  

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আনোয়ার হোসেন কালু মেম্বার, দরবারের খাদেম ভিখারি বাবুল, কসবা আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক গণকন্ঠের স্টাফ রিপোর্টার, বিশিষ্ট সার্ভেয়ার আমিন ও দলিল লিখক সাংবাদিক বাদল আহাম্মদ খান, সাংবাদিক মোশাররফ হোসেন কবির, দরবারের ভক্ত আশেকান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।

অনুষ্ঠানের শুরুতে ওয়াজ মাহফিল, মিলাদ কিয়াম ও দোয়া-মুনাজাতের পর সারারাত ব্যাপী শানে মুরশিদি ও বাউল গানের আয়োজন করা হয়। এতে বাউল গান পরিবেশন করেন, দেশের খ্যাতনামা বাউল শিল্পী শিরিন সরকার, রহিম পাগল ও ফিরুজ সরকার। বাউল গান শুনতে এলাকার বিভিন্ন স্থান থেকে প্রায় হাজারো ভক্ত আশেকানদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

মরহুম সেলিম শাহ্ (রহঃ) বড় শাহেবজাদা মির্জা আসাদ উল্লাহ গালিব রনি জানান, তার বাবা পীর কাশিমপুর শিলছিলার ছয়ঘড়িয়া হযরত লালু শাহ্ (রহঃ) এর মুরিদ, ও তুলাইশিমুল হযরত শাহ শাহেব হুজুরের ভক্ত ছিলেন। তিনি ২০১৭ সালের ২৭ জুলাই পরলোকগমন করেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft