এস. কে সাত্তার, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ৪:৫০ অপরাহ্ন
.সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. বদরুজ্জামান বলেছেন, আইনজীবীগণ বিচার ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। ন্যায় বিচার নিশ্চিতে বিচারকদের পাশাপাশি আইনজীবীদের ভূমিকা অপরিসীম। তাদের ছাড়া ন্যায় বিচার সম্ভব নয়। রোববার রাতে শেরপুর জেলা আইনজীবী সমিতি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি জুনিয়র আইনজীবীদের সিনিয়দের সদয় হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। আইনজীবীদের দাবীর সিজেএম ভবন নির্মাণে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
আইনজীবী সমিতির সভাপতি মোখলেছুর রহমান আকন্দের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ বক্তব্য রাখেন।
সম্পাদক তারিকুল ইসলাম ভাসানীর সঞ্চালনায় সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, একেএম মোসাদ্দেক ফেরদৌসী, ভারপ্রাপ্ত পিপি ইমাম হোসেন ঠান্ডু, ও রফিকুল ইসলাম আধার, স্পেশাল পিপি গোলাম কিবরিয়া বুলু প্রমুখ বক্তব্য রাখেন।