প্রকাশ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ১:৩৫ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ভরাজাঙ্গাল স্বর্গীয় শৈলান দাসের বাড়িতে অনুষ্ঠিত দুর্গাপূজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আনিসুল হক এমপির ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে আইনমন্ত্রী পক্ষ থেকে এই অনুদান পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন দাসের নিকট পৌঁছে দেন আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারি, শফিকুল ইসলাম সোহাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন।
এসময় উপস্থিত ছিলেন, ৫নং বিনাউটি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম খান বেদন, কসবা উপজেলা ও বিনাউটি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এসএম নাছির উদ্দীন খাঁন ও মোশারফ হোসেন কবির সহ আরো অনেকে।
এসময় নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন, পূজা কমিটির সভাপতি ও উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক সদস্য স্বপন দাস ও সাধারণ সম্পাদক নন্দলাল দাস।
অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে আইন মন্ত্রীর ব্যাক্তিগত সহকারী শফিকুল ইসলাম সোহাগ বলেন, মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন এবং সার্বক্ষণিক আপনাদের খোঁজখবর রাখছেন, সুখে দুঃখে আপনাদের পাশে আছেন এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবেন।
এদিকে উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুঁইয়া জীবন বলেন, সারা দেশের মত কসবা উপজেলায়ও উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এ বছর দুর্গাপূজা উৎযাপন করছে উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা, তিনি আরও জানান, কসবা ও আখাউড়া উপজেলার সকল পূজা মন্ডপে মাননীয় মন্ত্রী মহোদয় তার ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেছেন।
ভরাজাঙ্গাল শৈলান দাসের বাড়ীর পূজা সম্পর্কে পূজা কমিটির সভাপতি স্বপন দাস জানান, তাদের বাড়ির দুর্গাপূজা প্রায় শতাদিক বছর পূর্বে থেকে উৎযাপিত হয়ে আসছে।
সকলের সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও তা চালিয়ে যাবে বলে তিনি জানান। এসময় সকল কাজে সার্বিক সহযোগিতার জন্য স্থানীয় সংসদ সদস্য আইন মন্ত্রী এডভোকেট আনিসুল হকের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।