প্রকাশ: সোমবার, ১১ জুলাই, ২০২২, ৬:৫৯ অপরাহ্ন
দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় দেশে আরো ৫২১ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন করোনায় দু'জনের মৃত্যু হয়েছিল। ওই দিন শনাক্তের সংখ্যা ছিল ৮১৪।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৫২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৩ দশমিক ১৮। আগের দিন এ হার ছিল ১৭ দশমিক ৪৭।
সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত দেশে ১৯ লাখ ৯০ হাজার ৩৭৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৪ হাজার ৩১৮ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ২০৩ জনের।
গত ২৪ ঘণ্টায় যে ৫২১ জনের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩২ জন। বাকি বিভাগগুলোর মধ্যে চট্টগ্রামে ৬৬, বরিশালে ৬, রাজশাহীতে ৩, খুলনায় ৪, সিলেটে ৬ ও ময়মনসিংহে ৪ জনের করোনা শনাক্ত হয়।