বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
প্রকাশ: সোমবার, ৯ মে, ২০২২, ৩:০৯ অপরাহ্ন


নাটোরের গুরুদাসপুরে যৌতুকের জন্য রওশনারা আক্তার রুমা নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী সেলিম মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা আব্দুল রউফ বাদি হয়ে গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

গত শুক্রবার(৬ মে) উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-গড়িলা গ্রামে এ ঘটনাটি ঘটে।

গৃহবধূর বাবা আব্দুল রউফ জানান, ১০ বছর আগে উপজেলার বৃ-গড়িলা এলাকার মোজাম্মেল হকের ছেলে সেলিম মালিকের সঙ্গে আব্দুর রউফের মেয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই যৌতুকের জন্য মেয়ে রুমাকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করতে থাকে।

পরে মেয়ের সুখের কথা ভেবে যৌতুক হিসাবে ৪ লাখ টাকা এবং আসবাবপত্র দেন। কিন্তু তারপরও আরও যৌতুকের টাকা জন্য চাপ সৃষ্টি করে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। টাকা দিতে অসস্বীকার করলে মেয়ে রুমাকে মারধর করে। এ নিয়ে এলাকায় একাধিক বার শালিশ হলেও নির্যাতন বন্ধ হয়নি। সংসারে এক ছেলে ও এক মেয়ের মুখের দিকে তাকিয়ে সব নির্যাতন সহ্য করে সংসার করে আসছিল ওই গৃহবধূ। পরে গত শুক্রবার যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে স্বামী সেলিম মালিক। সেই টাকা দিতে অস্বিকার করায় স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন গৃহবধূকে মারপিট করে।

এসময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে গৃহবধূ  রুমা চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে গৃহবধূর স্বামী সেলিম মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. আব্দুল মতিন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft