শিশু নুশরাত জাহানের ৭ম জন্মদিন ছিল ৮ মে রবিবার। সেই জন্মদিন পালনের জন্য কেক কিনে বাড়ি ফিরল লাশ হয়ে। রোববার দুপুরে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয় সে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর গ্রামে। তার পিতার নাম বিল্লাল হোসেন।
নুসরাতের মায়ের বরাত দিয়ে তার মামা রুবেল বেপারী বলেন, নুশরাতের মা তাদের দুই বোনকে সাথে নিয়ে মতলব থেকে জন্মদিনের কেক কিনে সিএনজি যোগে নন্দলালপুর বাজারের দক্ষিণ পাশে তাদের বাড়ির সামনে বেরীবাঁধের উপর এসে নামে। সেখানে নুশরাতের মা সিএনজির ভাড়া দেওয়ার সময় নুশরাত দৌড়ে রাস্তা পাড় হওয়ার চেস্টা করে। এসময় ঢাকা-চাঁদপুরগামী একটি প্রাইভেটকার নুসরাতকে মারাত্মকভাবে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নুশরাত গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গত রোববার রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নুশরাতের মায়ের চোখের সামনে এমন ঘটনার পর তিনি যেন বাক প্রতিবন্ধী হয়ে যান। এমন মৃত্যু মেনে নেওয়াটা একজন মায়ের কাছে বড়ই বেদনাদায়ক।
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |