প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৩:১৮ অপরাহ্ন
কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের বিশেষ অভিযানে দেশের প্রচলিত মেবাইল ব্যাংকিং রকেট থেকে হ্যাকিং এর মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অপরাধে মাগুরা জেলার বিভিন্ন এলাকা থেকে তিন প্রতারককে গ্রেফতার কারা হয়েছে।
শুক্রবার বেলা ১১ টার দিকে কুষ্টিয়া পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার খাইরুল আলম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান জেলার দৌলতপুর উপজেলার রবিন আহমেদ নামের এক ব্যক্তির রকেট একাউন্ট হ্যাক করে ৩৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছিল একটি প্রতারকচক্র, এমন অভিযোগ পাওয়ার পরে, সেই চক্রকে চিহ্নিত করণ ও গ্রেপ্তারের উদ্দেশ্যে মাঠে নামে কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস দল।
এই ইউনিটটি প্রযুক্তির সর্বোচ্চ ব্যাবহার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) আনিসুল ইসলাম এর নেতৃত্বে গত ৩১ মার্চ রাতভর মাগুরা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞাত নামা আসামিদের সনাক্তকরণ করার লক্ষে।
পরে অভিযানের এক পর্যায়ে তিন জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়ে এই অভিযানীক দলটি।
আসামি তিনজনের পরিচয় হলো, আনোয়ার হোসেন, (২৩) পিতাঃ হাফিজুর মোল্লা, সাং- বরিশাট পূর্বপাড়া থানা শ্রীপুর। আশিক মন্ডল (২২) পিতাঃ ইনসাফ মন্ডল, মাগুরা। রায়হান উদ্দিন (২৫) পিত গোলাম কিবরিয়া, শ্রীপুর।
পুলিশ সুপার খাইরুল আলম আরো জানান, এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৭ টি মোবাইল ফোন,২২ টি মোবাইলের সিম কার্ড, একটি নেট সংযোগ অত্যাধুনিক ডিভাইস ও ১১৫৫০ টাকা জব্দ করা হয় ।
এবিষয়ে কুষ্টিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা ২০১৮ ধারা ৩০/৩৫ আইনে একটি মামলা রুজু হয়। মামলা নং ০২/৮১