প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৯:৫৫ অপরাহ্ন
জাতীয় সঙ্গীত ‘বিকৃতভাবে’ উপস্থাপনের অভিযোগ এনে এ ব্যাপারে নিন্দা জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৯ মার্চ বিসিবির উদ্যোগে মিরপুর স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত কনসার্টে সরকারি নীতিমালা লঙ্ঘন করে বিকৃতভাবে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ন্যাশনাল এন্থেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার ১৯৭২ এবং ন্যাশনাল এন্থেম রুলস এমন্ডড ২০২২ ও প্রচলিত গায়নরীতি উপক্ষো করে সেদিন জাতীয় সঙ্গীত উপস্থাপন করা হয়েছে। সেদিনের পরিবেশনায় নিয়ম বহির্ভূতভাবে প্রিলুড সংযোজন, কণ্ঠ হারমোনাইজ করা,পুরুষ ও মহিলা কণ্ঠ আলাদাভাবে ডুয়েট গানের মতো গাওয়া এবং জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কোনও কোনও শিল্পীর হাত নাড়ানো জাতীয় সঙ্গীতকে অসম্মান ও অবমাননার সামিল।
সম্মিলিত সাংস্কৃতিক জোট এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটির যেন পুনরাবৃত্তি না হয় সে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।