প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৯:৪৯ অপরাহ্ন
ফেনী সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের অনিয়ম ও দুনীর্তির বিরুদ্ধে খন্ড খন্ড বিক্ষোভ করেছে স্কুলের ছাত্ররা। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে স্কুল প্রাঙ্গণ হতে তারা একাধিক মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হতে থাকে। এসময় শহরে তীব্র যানজট তৈরি হয়।
সংঘবদ্ধ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।
মিছিল হতে ছাত্ররা স্কুল প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। তারা শিক্ষকের অনিয়ম দুর্নীতির শাস্তি দাবী করে। তাকে অপসারনের দাবী জানায়।
আন্দোলনকারীরা জানায়, বিভিন্ন সময় সিলেবাসে বাধ্যতামুলক নোট বই, একাধিকবার সেশন ফি ও করোনা কালীন সময়ে এসাইনমেন্ট ফী নামে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে প্রধান শিক্ষক। তারা আরো বলেন শিক্ষকের এসব অনিয়মের দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
দশম শ্রেণির একজন শিক্ষার্থী অভিযোগ করে, সরকার বিনামূল্যে বই দিলেও নোটবই কিনতে বাধ্য করা হয়।যারা বই কিনছে না, তাদের ক্লাস থেকে বের করে দেয়া হয়।
অপর এক শিক্ষার্থী বলেন, করোনাকালে টাকা নেই বলে ১৯ জন খন্ডকালীন শিক্ষক ও দুইজন অফিস সহকারিকে বের করে দেয়া হয়েছে। অথচ আমাদের কাছ থেকে করোনার মধ্যেও সকল বেতন, এসাইনমেন্ট ফি আদায় করা হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম মুঠোফোনে বলেন, শিক্ষার্থীদের দাবীর ভিত্তিতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এব্যপারে কোন মন্তব্য করা যাবে না বলেন।
এদিকে তদন্ত কমিটির প্রধান বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মোশারফ হোসেন জানান, প্রতিটি অভিযোগের বিষয় ক্ষতিয়ে দেখা হচ্ছে।
নাম প্রকাশে বিদ্যালয় পরিচালনা কমিটির এক সদস্য জানান, তদন্ত কমিটি গঠন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। এতে তদন্ত রিপোর্ট কতটুকু গ্রহনযোগ্যতা পাবে সেনিয়ে প্রশ্ন তোলা হয়।