শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
ঘোড়াঘাটে পুরাতন ব্যাটারির দোকানে দুর্ধর্ষ চুরি
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৯:৩৮ অপরাহ্ন



দিনাজপুরের ঘোড়াঘাটে একটি পুরাতন ব্যাটারির দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

বুধবার দিবাগত রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়ক সংলগ্ন উপজেলার রাণীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। 

জানা যায়, প্রতিদিনের মত বুধবার রাত সাড়ে ৮টায় কশিগাড়ী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আব্দুল কাদের দোকানে তালা দিয়ে বাড়ি যান। বৃহস্পতিবার সকালে দোকান মালিক আব্দুল কাদের লোক মারফতে জানতে পারে তার দোকানে তালা ভেঙ্গে চুরি করা হয়েছে। তিনি এসে দোকানের ভিতরে গিয়ে দেখেন চোরেরা প্রায় সাড়ে ৯ টন পুরাতন পাউডারের ব্যাটারী, পুরাতন পানির ব্যাটারী দেড় টন, মোটসাইকেলের ব্যাটারী ৩’শ কেজি ও ২০ কেজি ওজনের একটি পিতলের বস্তা চুরি করে নিয়ে গেছে।

এ ব্যাপারে দোকানের মালিক আব্দুল কাদের বলেন, সিসি ক্যামেরার হার্ডডিস্ক সহ চুরি হয়ে যাওয়া মালামালের আনুমানিক মূল্য ১৮ লক্ষ টাকা। তিনি জানান, এ চুরির সাথে বাজারের পাহারাদার শফিকুল সম্পূর্ণরুপে জড়িত। কারণ এসব মালামাল গুলো ট্রাকে তুলতে কমপক্ষে ৩ ঘন্টা সময় লেগেছে। 

বিষয়টি ঘোড়াঘাট থানা পুলিশকে অবগত করলে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম ও ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাণীগঞ্জ বাজার হাটের পাহারাদার মো. শফিকুল ইসলাম নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি মো. আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করে জানান, এ দুর্ধর্ষ চুরির ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft