প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৮:১২ অপরাহ্ন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ জুয়ারি সহ ৯ জন আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে শনিবার আদালতে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন- জুয়া আইনে মধ্যে রয়েছে, উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের সুন্দাইলপাড়া গ্রামের মৃত জোতিন্দ্র সরকারের পুত্র শিবু সরকার (৫২), নান্দাইল উপজেলার নান্দাইল গ্রামের মৃত বিনদ বিহারী শাহার পুত্র নিরঞ্জন সাহা (৫২), মৃত ইছমত আলীর পুত্র চান মিয়া (৫৫), ঝালুয়াপাড়া গ্রামের মৃত শরত আলীর মুন্সির পুত্র বাবুল মিয়া (৫২), বিয়ারা গ্রামের মৃত বাদশার বাপের পুত্র বাবুল মিয়া (৪২), গাংগাইল গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র মিনু মিয়া (২৫)।
অপরদিকে নিয়মিত মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কাউয়া গ্রামের নিজাম উদ্দিনের পুত্র এমদাদুল হক (২১), জিআর পরোয়ানায় ভুক্ত আসামী সামসু মিয়ার পুত্র শামীম ইসলাম (৩২) ও সিআর পরোয়ানায় ভুক্ত আসামী মাইজবাগ ইউনিয়নের তেরছাটি গ্রামের আব্দুল গণির পুত্র আবুল কালাম (৩২)।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, “ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে ৬ জন জুয়ারি সহ ৩ জন নিয়মিত মামলার আসামী গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও জানান, ঈশ্বরগঞ্জ থানা পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং জুয়া বা অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।