শনিবার ১১ জানুয়ারি ২০২৫ ২৭ পৌষ ১৪৩১
 

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ    বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে    টাকা পাচারকারীরা এখনো প্রোপাগান্ডা ছড়াচ্ছে: শফিকুল আলম    যেসব জেলায় শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস    রোহিঙ্গা ভোটার ঠেকাতে কাল বৈঠকে বসছে ইসি    দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে: গভর্নর    ড. ইউনূসের পাঁচ মামলা বাতিলে আইনি দুর্বলতা পাওয়া যায়নি   
টাকা পাচারকারীরা এখনো প্রোপাগান্ডা ছড়াচ্ছে: শফিকুল আলম
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৮:০০ অপরাহ্ন

আজ শনিবার (১১ জানুয়ারি) জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিদেশে টাকা পাচারকারীরা এখনো প্রোপাগান্ডা ছড়াচ্ছে। 

তিনি আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোরতন্ত্র তৈরি করেছিলেন। তার সময়ে বড় বড় কোম্পানিকে অর্থের বিনিময়ে কাজ পাইয়ে দেওয়া হয়েছে।

প্রেস সচিব অভিযোগ করে বলেন, দেশে আওয়ামী লীগ আমলে বিশ্বের ইতিহাসে বড় ধরনের লুটপাট হয়েছে। টাকা পাচারকারীরা এখনো প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা নিয়ে শফিকুল আলম বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব। যা সাংবাদিক না হয়েও সবার মধ্যে আগ্রহ থাকা প্রয়োজন।

শফিকুল আলম অভিযোগ করে বলেন, অনেক গণমাধ্যম আন্দোলনকারীদের ‘জাতির শত্রু’ হিসেবে তুলে ধরেছিল। গণমাধ্যমের ভাষা ব্যবহার করে তখন শাসকদের কাছে বার্তা দেওয়া হচ্ছিল যে, এ আন্দোলনকারীদের দমন করা উচিত।

প্রেস সচিব আরও বলেন, যদি ফ্যাসিস্ট শক্তি জয়ী হতো, তাহলে দেশের দুই লাখ মানুষকে জেলে যেতে হতো, আর তখন ন্যারেটিভ হতো যে কিছু ‘দুর্বৃত্ত’ দেশজুড়ে অরাজকতা সৃষ্টি করেছে।

তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে কারা কেমন ভূমিকা রেখেছে, তা নিয়ে আমরা আরও ভালোভাবে বিশ্লেষণ করব। তাই সবাইকে তাদের অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ লিখে রাখার আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, আজকে যদি আবার কেউ মাইনাসের রাজনীতি আনতে চায় তাহলে সেটি হবে আত্মঘাতী সিদ্ধান্ত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft