শনিবার ১১ জানুয়ারি ২০২৫ ২৭ পৌষ ১৪৩১
 

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ    বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে    টাকা পাচারকারীরা এখনো প্রোপাগান্ডা ছড়াচ্ছে: শফিকুল আলম    যেসব জেলায় শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস    রোহিঙ্গা ভোটার ঠেকাতে কাল বৈঠকে বসছে ইসি    দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে: গভর্নর    ড. ইউনূসের পাঁচ মামলা বাতিলে আইনি দুর্বলতা পাওয়া যায়নি   
বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৮:১৮ অপরাহ্ন

বিশ্ববাজারে হঠাৎ স্বর্ণের দাম বাড়ছে। গত এক সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দামে ৪৫ ডলারের ওপরে বেড়েছে। বিশ্ববাজারে স্বর্ণের এমন দাম বাড়ায় দেশের বাজারেও যে কোনো সময় দামি এই ধাতুটির দাম বাড়তে পারে।

এখন বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লেও কিছুদিন আগে বড় দরপতন হয়। যার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়। সর্বশেষ গত ৩০ ডিসেম্বর স্বর্ণের দাম কমানো হয়। তার আগে ২৪ ডিসেম্বর স্বর্ণের দাম আরেক দফা কমানো হয়।

দেশের বাজারে টানা দুই দফা স্বর্ণের দাম কমানোর পর বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ১০০ ডলার বেড়েছে। দেশের বাজারে যখন স্বর্ণের দাম কমানো হয় সে সময় বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ২ হাজার ৫৯৯ টাকা।

এখান থেকেই স্বর্ণের দাম বাড়ার প্রবণতা শুরু হয়। তবে গত সপ্তাহে দাম বাড়ার প্রবণতা ছিল সব থেকে বেশি। ৩০ ডিসেম্বর যে স্বর্ণের আউন্স ২ হাজার ৫৯৯ টাকা ছিল তা গত সপ্তাহের লেনদেন শেষে ২ হাজার ৬৮৫ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ৮৬ ডলার। এর মধ্যে গত সপ্তাহেই বেড়েছে ৪৫ ডলার।

দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এই বাজুসের দায়িত্বশীল এক সদস্য বলেন, বিশ্ববাজারে যে হারে স্বর্ণের দাম বেড়েছে, তাতে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হবে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেবে। যে কোনো সময় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ার ঘোষণা আসতে পারে।

এদিকে বিশ্ববাজারের তথ্য পর্যালোচনায় দেখা যায়, বিশ্ববাজারে দফায় দফায় দাম বেড়ে গত ৩০ অক্টোবর প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ২ হাজার ৭৮৯ ডলারে উঠে। বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ায় বাংলাদেশে ২০, ২৩ ও ৩১ অক্টোবর টানা তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়। ৩১ অক্টোবর সব থেকে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ১ হাজার ৫৭৫ টাকা। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। দেশের বাজারে এটিই স্বর্ণের সর্বোচ্চ দাম।

বিশ্ববাজারে রেকর্ড দাম হওয়ার পরের দিন থেকেই অর্থাৎ ৩১ অক্টোবর থেকে পতনের মধ্যে পড়ে স্বর্ণ। কয়েক দফায় দাম কমে ১৪ নভেম্বর প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৫৪৭ দশমিক ১০ ডলারে নেমে যায়। বিশ্ববাজারে দাম বাড়ার প্রেক্ষিতে দেশের বাজারে যেমন স্বর্ণের দাম বাড়ানো হয়েছে, তেমনি বিশ্ববাজারে দরপতন দেখা দিলে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়। ৫ থেকে ১৫ নভেম্বরের মধ্যে চার দফায় দেশের বাজারে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৯ হাজার ১৭ টাকা কমানো হয়।

এরপর ডিসেম্বরেও কয়েক দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো বা কমানোর ঘটনা ঘটে। বর্তমানে দেশের বাজারে গত বছরের ৩০ ডিসেম্বর স্বর্ণের যে দাম নির্ধারণ করা হয় সেই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

৩০ ডিসেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪ টাকা কমিয়ে ১ লাখ ৩২ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮৬৩ টাকা কমিয়ে ১ লাখ ১৩ হাজার ১৪১ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৩৫ টাকা কমিয়ে ৯২ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft