শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫ ২৬ পৌষ ১৪৩১
 

বাংলাদেশে বিনিয়োগের জন্য তুরস্ককে প্রধান উপদেষ্টার আহ্বান    শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো প্রসঙ্গ রিজভীর মন্তব্য    রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত ৪০     সরকারি অর্থে কোনো অতিথিকে হজে নেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা    বিডিআর জওয়ানদের মুক্তির দাবীতে শাহবাগ অবরোধ    নেতাকর্মীদের জন্য নতুন নির্দেশনা দিলো বিএনপি    সকালে লেবু-পানি খেলে মিলবে যেসব উপকার   
টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৮:০৭ অপরাহ্ন

শীতের তীব্রতায় বিপর্যস্ত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় টুঙ্গিপাড়া প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মইনুল হক। তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য টুঙ্গিপাড়া প্রেস ক্লাবকে ধন্যবাদ জানান এবং এই ধরনের মানবিক উদ্যোগে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শামসুল হক শেখ, যিনি শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য প্রেস ক্লাবের ভূয়সী প্রশংসা করেন। 

এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌর যুবদলের আহ্বায়ক ডাক্তার আবু জাফর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন যিনি দৈনিক খবর পত্র এর রিপোর্টার। 

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি শওকত হোসেন মুকুল বলেন, "আমাদের দেশের শীতের তীব্রতা অনেক বেশি, এবং এই শীতে খেটে খাওয়া অসহায় মানুষদের সহায়তা করা অত্যন্ত জরুরি। প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি যাতে শীতার্তদের একটু হলেও সাহায্য করতে পারি।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তাদের মধ্যে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হাকিম, সহ-সভাপতি ওহীদুজ্জামান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মুন্সী, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ খান জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি, কোষাধ্যক্ষ শ্রী শমেশ বৈরাগী, দপ্তর সম্পাদক দিলীপ মন্ডল, শান্ত শেখ, আকাশ শেখসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft