শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫ ২৬ পৌষ ১৪৩১
 

বাংলাদেশে বিনিয়োগের জন্য তুরস্ককে প্রধান উপদেষ্টার আহ্বান    শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো প্রসঙ্গ রিজভীর মন্তব্য    রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত ৪০     সরকারি অর্থে কোনো অতিথিকে হজে নেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা    বিডিআর জওয়ানদের মুক্তির দাবীতে শাহবাগ অবরোধ    নেতাকর্মীদের জন্য নতুন নির্দেশনা দিলো বিএনপি    সকালে লেবু-পানি খেলে মিলবে যেসব উপকার   
রাজশাহীতে মদপানে ৪ জনের মৃত্যু, হাসপাতালে চার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

রাজশাহীতে স্থানীয়ভাবে তৈরি মদপানে ৪ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এ খবর পাওয়া গেছে। 

জানা যায়, গত মঙ্গলবার রাতে তারা মদপান করেন।

নিহতরা হলেন- রাজশাহী মোহনপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মো. টোটন (৪০), একই গ্রামের মোন্তাজ আলী (৪০) ও করিশা গ্রামের মো. জুয়েল (৩৫) ও নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর গ্রামের আতোয়ার হোসেন (৩৫)।

আহতরা হলেন- উপজেলার দুর্গাপুর গ্রামের আকবর আলী (৪৩), শাহপাড়া গ্রামের মো. ফিরোজ (২৬), মোন্নাপাড়া গ্রামের মো. পিন্টু (২৫) ও খাঁ পাড়া গ্রামের মো. মোনায়েম (২৫)।

জানা গেছে, মোহনপুরের টোটন ও জুয়েল অ্যালকোহল বিক্রি করতেন। গত মঙ্গলবার দিবাগত রাতে ৮ জন স্থানীয়ভাবে অ্যালকোহল দিয়ে তৈরি মদ পান করেন। এরপর অসুস্থ হয়ে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিনজন রাজশাহীর মোহনপুর উপজেলায় মারা যান। তাদের মধ্যে টোটন ও জুয়েলকে পুলিশ খবর পাওয়ার আগেই তাদের মরদেহ স্বজনরা দাফন করে দেন। অন্য চারজনকে বুধবার দিবাগত রাত ১২টা ৮ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর কয়েক মিনিট পরই আতোয়ারের মৃত্যু হয়।

এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান জানান, বৃহস্পতিবার মোন্তাজের মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এরপর রাজশাহী মেডিকেল কলেজের মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হয়। পরে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মোন্তাজ আলীর ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাত মাদক ব্যবসায়ীদের আসামি করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft