শনিবার ১১ জানুয়ারি ২০২৫ ২৭ পৌষ ১৪৩১
 

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে    টাকা পাচারকারীরা এখনো প্রোপাগান্ডা ছড়াচ্ছে: শফিকুল আলম    যেসব জেলায় শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস    রোহিঙ্গা ভোটার ঠেকাতে কাল বৈঠকে বসছে ইসি    দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে: গভর্নর    ড. ইউনূসের পাঁচ মামলা বাতিলে আইনি দুর্বলতা পাওয়া যায়নি    তারেক রহমানসহ ৩ নেতাকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প   
রোহিঙ্গা ভোটার ঠেকাতে কাল বৈঠকে বসছে ইসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৭:৪৬ অপরাহ্ন

রোহিঙ্গা ভোটার ঠেকাতে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টায় এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশনের দ্বিতীয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, কমিশন পার্বত্য এলাকার চার জেলার ৩২ উপজেলাকে ইতোমধ্যে বিশেষ এলাকা ঘোষণা করেছে। এসব এলাকার নাগরিকদের ভোটার হতে গেলে পূরণ করতে হয় বিশেষ ফরম। এগুলো দেখভালের জন্য রয়েছে বিশেষ কমিটি। বিশেষ এলাকায় (চট্টগ্রাম অঞ্চল) ভোটার নিবন্ধনের ক্ষেত্রে ‘বিশেষ তথ্য ফরম (ফরম-২-এর অতিরিক্ত তথ্য)’ ব্যবহার বিষয়ে কমিশন বৈঠকে আলোচনা করা হবে।

সূত্র আরও জানায়, রোহিঙ্গারা শুধু বিশেষ এলাকায় সীমাবদ্ধ নেই। তারা দেশের বিভিন্ন এলাকায় গিয়ে ভোটার হওয়ার চেষ্টা করছে। বর্তমান কমিশনের নির্দেশনা রয়েছে, কোনোভাবেই যেন বিদেশি ভোটাররা আমাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে।

এ ছাড়া আজকের বৈঠকে সব মহলের মতামতকে অগ্রাহ্য করে আওয়ামী লীগ সরকারের করা জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ ও বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল কাঠামো ও সরঞ্জামাদি হালনাগাদকরণের বিষয়েও কমিশন সভায় আলোচনা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft