প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৫:১০ অপরাহ্ন
জেলার কাশিয়ানীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় ৭০ বছর বয়সী বৃদ্ধা রহিমা বেগম নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা- খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়ায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা ঘোনাপাড়া গ্রামের মৃত রফিক মোল্লার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির সামনে ঢাকা- খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন রহিমা বেগম। এসময় দ্রুতগতির একটি ইট বোঝাই ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. অর্পিতা মল্লিক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে ঘোনাপাড়া হাইওয়ে পুলিশ ফাড়ির পরিদর্শক আবুল হাশেম মজুমদার জানিয়েছেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।