শনিবার ১১ জানুয়ারি ২০২৫ ২৭ পৌষ ১৪৩১
 

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে    টাকা পাচারকারীরা এখনো প্রোপাগান্ডা ছড়াচ্ছে: শফিকুল আলম    যেসব জেলায় শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস    রোহিঙ্গা ভোটার ঠেকাতে কাল বৈঠকে বসছে ইসি    দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে: গভর্নর    ড. ইউনূসের পাঁচ মামলা বাতিলে আইনি দুর্বলতা পাওয়া যায়নি    তারেক রহমানসহ ৩ নেতাকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প   
মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৪:৫১ অপরাহ্ন

গোপালগঞ্জের মুকসুদপুরে  পোস্টার ছেড়া এবং ক্যালেন্ডার বিতরণ করাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার সন্ধ্যায় । জানা গেছে  বিএনপির কেন্দ্রীয়সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের পোস্টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  দেয়ালে ও বিভিন্ন দোকানপাটে লাগানো ছিলো। কিছু লোক সে সব ছিড়ে ফেলে। এতে সেলিমুজ্জামান সেলিমের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানায়। অপরদিকে বিএনপির কেন্দ্রীয়  আইন বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. জয়নাল আবেদিন মেজবাহের ছবি সংবলিত ইংরেজি নববর্ষের ক্যালেন্ডার বিতরণ করার সময়  কিছু লোক গত শুক্রবার  ছিড়ে ফেলে। পরে পোষ্টার ও ক্যালেন্ডার ছেঁড়ার পরষ্পর বিরোধী ঘটনার জের ধরে মুকসুদপুরের চৌরঙ্গী এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে  সংঘর্ষ  হয়। সংঘর্ষকারীরা কয়েকটি দোকান ভাংচুর করে। সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
 
এ ব্যাপারে জানতে চাইলে মুকসুদপুর উপজেলা বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংঘর্ষ হয়েছে এটা সত্যি। তবে দলে বিভেদ সৃষ্টি করলে তার জন্য দল ক্ষতিগ্রস্থ হবে। অনেকেই এখন বিএনপির মধ্যে মিশে গিয়ে আভ্যন্তরীন কোন্দল সৃষ্টি করে ফায়দা লুটতে চাইছে। মুকসুদপুরে বিএনপি দুটি গ্রুপ কার্যত দ্বন্দ্বে লিপ্ত। পরিস্থিতি আবারো বেসামাল হয়ে উঠতে পারে। 

এদিকে মুকসুদপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মুন্নু মুন্সির সাথে আলাপ করে জানা গেছে, আজ শনিবার সকাল এগারোটার দিকে মুকসুদপুর উপজেলা বিএনপি শান্তি স্থাপনের দাবীতে চৌরঙ্গী এলাকায় সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম রাজু প্রমুখ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft