শনিবার ১১ জানুয়ারি ২০২৫ ২৬ পৌষ ১৪৩১
 

নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় চীনকে আরও বেশি পাশে পাওয়া যাবে: ফারুকী    ভোলার মানুষ শেখ হাসিনার ফাঁসি দেখতে চায়: সারজিস আলম    ‘মাইনাস-টু’ প্রসঙ্গে যা বললেন বিএনপি নেতা আমীর খসরু    মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পাচ্ছে ৩৩ জন    জুমার দিনের গুরুত্বপূর্ণ ৭ আমল    কত টাকা বাড়ছে সিগারেটের দাম    ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিল আ.লীগ: ফখরুল   
ঋণের দায়ে পলাতক পরিবার, গরু নিয়ে গেল পাওনাদার
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ৯:২২ অপরাহ্ন

ঋণের টাকা শোধ দিতে না পেরে পালিয়ে বেড়াচ্ছেন আবুল কালাম(৩২) নামের এক ব্যাক্তি। দেনাদারকে না পেয়ে তার ভাইয়ের ৪টি গরু নিয়ে নিয়ে যান পাওনাদার। এমন ঘটনা ঘটিয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দরের পপি বেগম(৪০) নামের এক সুদি ব্যবসায়ি। 

ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, পাশের উপজেলার আবুল কালাম নামের একব্যক্তি বাউফলের বগা বন্দরের করিম হাওলাদেরর মেয়ে পপি বেগমের কাছ থেকে কিছু টাকা গ্রহণ করেন। ওই টাকায় প্রতি মাসে ১০ হাজার টাকা সুদ দিতে হতো। গত ৮ মাস ধরে সুদের টাকা না দিতে পারায় সুদে আসলে মোট ২লাখ ৫০হাজার টাকা দাবি করেন পপি। সব শেষে টাকা শোধ দিতে না পেরে স্ব-পরিবারে পালিয়ে যান কালাম। এতে কোন উপায় না দেখে পপি গত বৃহস্পতিবার বিকাল ৩টায় কালামের ভাই আবু সালেহ‘র বর্গা পালিত ৪টি গরু খোঁয়াড় থেকে নিয়ে যায়। পরে বাউফল ও দুমকি পুলিশের সহায়তায় পপির বাসা থেকে গরুগুলি উদ্ধার করে পুলিশ। বর্তমানে গরুগুলি দুমকি পুলিশের হেফাজতে রয়েছে।

এবিষয়ে অভিযুক্ত পপি বলেন, ‘আমি কালমকে গরু কেনার জন্য ২লাখ ৫০হাজার টাকা দিয়েছি। যার কাগজপত্র ও স্থানীয় সাক্ষি রয়েছে। কালাম কোন ধরনের টাকা পরিষোদ না করে পালিয়েছে। শুধু আমার টাকা নয় স্থানীয় আরও কয়েকজসহ কয়েকটি সরকারী-বেসরকারি ব্যাংক থেকেও টাকা নিয়ে পালিয়েছে। গরু তার ভাই দাবি করলেও আসলে গরু আমার টাকায় কেনা।

এ বিষয় দুমকি থানার তদন্ত কর্মকর্তা (এসআই) আমিনুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে গরুগুলো উদ্ধার করেছি। ৪টি গরু আমাদের থানার হেফাজতে আছে। উভয় পক্ষের সাথে কথা বলে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft