প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৮:০৩ অপরাহ্ন
পশু-পাখিদের জন্য এর আগেও ঢাকায় কনসার্ট হয়েছে। সুবিধাবঞ্চিত প্রাণীদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সাধ্য অনুযায়ী কাজ করে যাচ্ছে অনেক দিন ধরে। এবার ‘পেট কার্নিভাল’ শিরোনামে ১৭ জানুয়ারি একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। যেখানে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও তাহসান খান।
আয়োজকদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আয়োজকদের একজন নাহিদ হাসান তামিম বলেন, ‘আমরা প্রথমে শুধু পেট লাভারদের নিয়ে আয়োজনটি করতে চাচ্ছিলাম। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নিই যে, তাহলে গানও থাকুক। এরপর ব্যান্ড শিরোনামহীন ও তাহসানকে আয়োজনে প্রধান আকর্ষণ নির্ধারণ করা হয়। সঙ্গে আরও একটি ব্যান্ড থাকবে। যাদের নাম ব্যান্ডউইথ। আমাদের এ আয়োজন থেকে অর্জিত অর্থের একটি অংশ খরচ হবে সুবিধাবঞ্চিত প্রাণীদের জন্য। যাদের আমরা চিকিৎসার পাশাপাশি নানারকম সহযোগিতা করব। তাই গান ও প্রাণীপ্রিয়দের আমাদের এ আয়োজনে অংশ নেওয়ার জন্য অনুরোধ রইল।’ এটি আয়োজন করছে এরয়েস ও আরএন ব্র্যান্ড। এ আয়োজনে অংশ নিতে পেরে আনন্দিত ব্যান্ড শিরোনামহীন।
ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান জিয়া বলেন, ‘আমরা দেশ-বিদেশে অসংখ্য কনসার্ট করেছি। তবে প্রাণীদের জন্য গান পরিবেশন করতে সবসময় আনন্দ পাই। সেই জায়গা থেকে আমরা ব্যান্ড শিরোনামহীনসহ আরও শিল্পীরা ১৭ জানুয়ারি রাজধানীর ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর ২-তে আসছি। আপনারাও আসেন প্রাণীদের সঙ্গে সুন্দর সময় কাটানোর জন্য, পাশাপাশি গানও শুনতে পারবেন।’ এ আয়োজনে প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে জেনারেল ৬০০ ও ভিআইপি ১২০০ টাকা।