শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫ ২৬ পৌষ ১৪৩১
 

বাংলাদেশে বিনিয়োগের জন্য তুরস্ককে প্রধান উপদেষ্টার আহ্বান    শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো প্রসঙ্গ রিজভীর মন্তব্য    রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত ৪০     সরকারি অর্থে কোনো অতিথিকে হজে নেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা    বিডিআর জওয়ানদের মুক্তির দাবীতে শাহবাগ অবরোধ    নেতাকর্মীদের জন্য নতুন নির্দেশনা দিলো বিএনপি    সকালে লেবু-পানি খেলে মিলবে যেসব উপকার   
দাবানলের প্রভাবে অস্কার কার্যক্রমও স্থগিত, বাড়লো ভোটের সময়
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৬:৩৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হঠাৎ দাবানলে পুড়ছে প্যাসিফিক প্যালিসেডস এলাকার শতাধিক বাড়িঘর। বিধ্বংসী এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় হাজারও মানুষ। এই আগুন থেকে রক্ষা পেতে বাড়ি ছেড়েছেন হলিউড তারকারাও।

এ তালিকায় রয়েছেন— প্যারিস হিলটন, বিলি ক্রিস্টাল, ম্যান্ডি মুর, জেমি লি প্রমুখ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপিনিউজ এ খবর প্রকাশ করেছে।

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, দাবানলের আগুনে ১ হাজারের বেশি বাড়ি পুড়ে গেছে। ফলে এক লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এমনকি কয়েকজনের নিহতের খবরও জানা গেছে।

এদিকে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে অস্কার মনোনয়ন ঘোষণাও স্থগিত করা হয়েছে। তাই ভোটিংয়ের সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে। ৮ জানুয়ারি থেকে শুরু হওয়া অস্কার মনোনয়ন ভোটিং ১২ জানুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল। সেটি বাড়িয়ে এখন ১৪ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর ফলে অস্কার মনোনয়ন ঘোষণার তারিখ ১৭ জানুয়ারির পরিবর্তে ১৯ জানুয়ারি করা হয়েছে।

অ্যাকাডেমির পক্ষ থেকে এক ই-মেইল বার্তায় সিইও বিল ক্রেমার বলেন, আমরা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলের কারণে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি।

অস্কার ছাড়াও বেশ কিছু সিনেমার প্রিমিয়ার, প্রেস কনফারেন্স বাতিল করা হয়েছে। ১২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ডস অনুষ্ঠান স্থগিত করে ২৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft