শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫ ২৫ পৌষ ১৪৩১
 

বাংলাদেশে বিনিয়োগের জন্য তুরস্ককে প্রধান উপদেষ্টার আহ্বান    শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো প্রসঙ্গ রিজভীর মন্তব্য    রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত ৪০     সরকারি অর্থে কোনো অতিথিকে হজে নেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা    বিডিআর জওয়ানদের মুক্তির দাবীতে শাহবাগ অবরোধ    নেতাকর্মীদের জন্য নতুন নির্দেশনা দিলো বিএনপি    সকালে লেবু-পানি খেলে মিলবে যেসব উপকার   
দাবানলে হলিউড তারকাদের বাড়ি পুড়ে ছাই
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৪:৪০ অপরাহ্ন

ভয়ংকর এক বির্পযয়ের মধ্য দিয়ে যাচ্ছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহর। দাবানলে পুড়ে ছাই শতাধিক বাড়িঘর। প্রাণ বাঁচাতে ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছেন অসংখ্য মানুষ। যার মধ্যে রয়েছে হলিউডের একাধিক তারকার বিলাসবহুল আবাসন। 

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানা যায়, অভিনেত্রী জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, ম্যান্ডি মোর ও বিলি ক্রাস্টেলদের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। 

প্যারিস হিলটনের মালিবু মেনশন পুড়ে ছাই হয়ে গেছে। যার একটি ছবি এই অভিনেত্রী ও শিল্পী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে লিখেছেন, ‘পরিবারের সঙ্গে টিভিতে বসে দেখছি বিধ্বংসী দাবানলে আমার মালিবুর বাড়ি পুরো ধ্বংস হয়ে গেছে। এমনটা কারোর না হোক! এখানে আমার পরিবারে সঙ্গে স্মৃতি রয়েছে। সবাই নিরাপদে থাকুন। এখন এর চেয়ে বেশি কিছু বলার অবস্থা নেই।’ হলিউড তারকা অ্যাডাম ব্রডি এবং তার স্ত্রী লেইটন মিস্টারের লস অ্যাঞ্জেলসের ৫৫ কোটির বাড়িও পুড়ে ছাই হয়ে গেছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, অস্কার বিজয়ী অ্যান্টনি হপকিনসের প্যালিসেডস এলাকার বিলাসবহুল বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়ির কোনো অবশিষ্ট নেই এখন। কমেডিয়ান বিলি ক্রিস্টালেরও প্যাসিফিক প্যালিসেডসে তার বিলাসবহুল বাড়িঘর পুড়ে গেছে। এ ছাড়াও মাইলস টেলার ও তার স্ত্রী কেলেগ টেলারের ৬৮ কোটির বিনালবহুল বাড়িও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই বাড়ি পুড়ে যাওয়ার তালিকায় আরও তারকার নাম আসতে পারে বলেও জানানো হয়।

এদিকে দাবানলের কারণে হলিউডসহ বিনোদনজগতের অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এর মধ্যে ৩১তম বার্ষিক স্ত্রিন অ্যাকটর্স গিল্ড অ্যাওয়ার্ডস মনোনয়ন ঘোষণার অনুষ্ঠানও অন্তর্ভুক্ত। ৭ জানুয়ারি এই অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানলে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে ৫টি পৃথক অগ্নিকাণ্ড চলছে। এর মধ্যে প্যাসিফিক পালিসেডস এলাকায় আগুন ১৫ হাজার ৮৩২ একর জমি ধ্বংস করেছে। অন্যদিকে, সান গ্যাব্রিয়েল পর্বতমালার পাদদেশে ইটন দাবানলে পুড়েছে ১০ হাজার ৬০০ একর জমি। এই দাবানলটি এরই মধ্যে পাঁচজনের প্রাণ কেড়ে নিয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft