ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে “জন্ম ভবঘুরে” প্রফেসর আলতাফ হোসেন-বই এর প্রকাশনা উৎসব
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১:৩৭ পিএম

ফরিদপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ,ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর আলতাফ হোসেনকে নিয়ে প্রকাশিত “জন্ম ভবঘুরে- বই এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রের হলরুমে এই প্রকাশনা উৎসব অনুষ্টিত হয়।
প্রফেসর আলতাফ হোসেনের ৭৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে শরিফ খান ও লিয়াকত হিমু'র সম্পাদনায় " জন্ম ভবঘুরে "বইটি র প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য শিক্ষাবিদ,কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
বিশিষ্ট লেখক ও গবেষক হাসনাত আব্দুল হাই এর সভাপতিত্বে ও ফরিদপুর সাহিত্য পরিষদের সম্পাদক মফিজ ইমাম মিলনের সঞ্চালনায় অনুষ্টানে ফরিদপুরের সাবেক জেলা প্রশাসক জালাল আহমেদ, পাখি বিশারদ ইনাম আল হক, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত, আসমা সাইদ, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, ফরিদপুর মুসলিম মিশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ ছড়াকার, লেখক, গবেষক, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন - জীবনের প্রতিটি স্তরে অধ্যাপক আলতাফ হোসেন এক ধরনের সৌন্দর্যবোধ ও নান্দনিকতা লালন করে চলেছেন। নাট্য চর্চা থেকে শুরু করে আবহসঙ্গীত কিংবা জাতীয় পর্যায়ের অনুষ্ঠান পরিকল্পনা -সবখানেই তার মেধা আর শ্রম সমানভাবে জড়িত।
এর আগে অধ্যাপক আলতাফ হোসেনের জীবনী নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শন এবং ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।
জ/দি