
গণভোটের বিষয়ে ভোটারদের মাঝে গণসচেতনতা তৈরি করতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন নানামুখী সচেতনতা মূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। গণভোটের প্রচারণার অংশ হিসাবে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ভবনের সামনে বিশাল আকৃতির ব্যানার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সামনে ব্যানার টানানো হয়েছে। টানানো হয়েছে উপজেলা পরিষদের সিমানা প্রাচীরের সামনে বিশাল আকৃতির বিলবোর্ড।
এ ছাড়াও ঈশ্বরগঞ্জ পৌর শহরের চৌরাস্তায় মোড় সহ বিভিন্ন বাজারের জনবহুল স্হানে ব্যানার টানানো সহ বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান বাজারে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান এর নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্টেট ও ঈশ্বরগঞ্জ পৌর প্রসাশক, সালাহউদ্দিন বিশ্বাস, পুলিশ প্রসাশন, সেনাবাহিনী সহ অন্যান্ন দপ্তরের প্রধানদের কে নিয়ে বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান বাজারে গিয়ে গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে জনগণ কে অবহিত করে এ ব্যপারে সচেতনতা তৈরি করছেন।
সরেজমিনে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, প্রচারণার অংশ হিসাবে, গণভোট ২০২৬, দেশের চাবি আপনার হাতে শিরোনামে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় ভবনের ছাদের উপর থেকে নিচ পর্যন্ত লম্বা আকৃতির ব্যাণার ঝোলানো হয়েছে। সেখানে লেখা আছে, আপনি কি এমন বাংলাদেশ চান,যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধীদল একত্রে কাজ করবে। সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। এমন বিষয় গুলো উলেখ করে লিফলেটে বলা হয়েছে হ্যা ভোট দিলে উপরের সবকিছু পাবেন।" না" ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন পরিবর্তনের চাবি এবার আপনার হাতে।
ঈশ্বরগঞ্জ পৌর বাজারের চৌরাস্তায়, ব্যানার টানানো হয়েছে, যেখানে লেখা আছে, "গণভোট" ২০২৬, সংসদ নির্বাচন পরিবর্তনের চাবি আপনার হাতে, ১২ ফেব্রুয়ারী ২০২৬ তারিখে আপনার ভোটটি আপনি দিয়ে নির্ধারণ করুন আপনি কেমন বাংলাদেশ চান।
এ ব্যাপারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ঈশ্বর গঞ্জ উপজেলার সমন্বয়কারী ছাত্র নেতা, হাসানুর রহমান সজীব বলেন, পরিবারতান্ত্রিক পুরনো রাজনীতি থেকে বের হয়ে, সুষ্ট নিরপেক্ষ বিচার ব্যবস্হা ও আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে দলমত নির্বিশেষে গণভোটে হ্যাঁ প্রতিকে ভোট দেওয়া প্রয়োজন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ছেলের পিতা, আব্দুল মতিন বলেন, জুলাই -২৪ বিপ্লবের শহীদ শেখ শাহরিয়ার বিন মতিন সহ সকল শহীদের স্বপ্নের বৈষম্যহীন দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার জন্য সকল নাগরিকদের প্রয়োজন, হ্যাঁ ভোট দেওয়া। কারণ হ্যাঁ ভোট দিলে জুলাই সনদ বাস্তবায়ন হবে, এই দেশে আর কখনো ফ্যাসিস্ট জন্ম হবে না। আর আমার মতো এই দেশে কেউ সন্তান হারানোর যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হবে না।
গণভোট নিয়ে, শিক্ষক,সাংবাদিক ও আয়কর আইনজীবী নেতা, আজিজুল হাই সোহাগ বলেন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে, হ্যাঁ ভোট কে জয়যুক্ত করা প্রতিটি ভোটারের নৈতিক দায়িত্ব। এছাড়াও ভ্রাম্যমাণ গাড়িতে ঈশ্বরগঞ্জ উপজেলা চত্বরের সামনে এক প্রদর্শনী আয়োজন করে উপজেলা প্রশাসনের উদ্যোগে।
জ/দি