রাজবাড়ীতে আদালত চত্বরে "জয় বাংলা" শ্লোগান দিয়ে গ্রেপ্তার ৫
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৫:৪৫ পিএম

রাজবাড়ীর আদালতে জেলা নিশিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ হাজিরা দিতে আসলে নেতাকর্মীরা জয় বাংলা শ্লোগান দেয়। এসময় পুলিশ জনি, পরশ, মুঞ্জিল, তাইসসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার দুপুরে রাজবাড়ী আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা মামলাসহ বিভিন্ন মামলার আসামী রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিন শেখ বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেপ্তার হয়। রোববার তার মামলার হাজিরা থাকায় পুলিশ তাকে আদালতে আনে। এসময় আদালত চত্বরে নেতাকর্মীরা জয়বাংলা শ্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। পরে পুলিশ সেখান থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন : কাণ্ডারি আপনাদের ফেলে ভারতে চলে গেছেন: মির্জা ফখরুল

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, আদালত চত্ত্বর থেকে পাচজনকে গ্রেপ্তার করে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) খোন্দকার জিয়াউর রহমান বলেন, আদালত এলাকায় "জয় বাংলা" শ্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   রাজবাড়ী   গ্রেপ্তার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft