প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১:৩৭ পিএম

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘আমরা সবার সাধ্যমতো চেষ্টায় একটি সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।’
আজ মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ইসি মো. সানাউল্লাহ বলেন, ‘আমরা সবার সাধ্যমতো চেষ্টায় একটি সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। এনিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সকলেই একে অপরের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।’
নির্বাচন কমিশনার বলেন, ‘গ্রাম পুলিশ, আনসার-ভিডিপির সদস্যরা জানে কার কাছে অবৈধ অস্ত্র আছে, স্থানীয়ভাবে কোনো বহিরাগত কেউ আছে কি না, কে মারা গেছেন আর কে জীবিত আছেন- তারা ভালো জানেন। তাদের সোর্সকে কাজে লাগাতে হবে।’
নির্বাচনের দিন ভোটকেন্দ্রের সীমানার মধ্যে কোনো ধরণের জটলা সহ্য করা হবে না জানিয়ে ইসি আরও বলেন, ‘ভোট হবে উৎসবমুখর। কোনটা ভোটের উৎসব আর কোনটা ভোট ঠেকানোর জটলা তা আপনাদের বুঝতে হবে। তা বুঝেই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।’
পোস্টাল ব্যালটের ব্যাপারে ইসি বলেন, ‘কলম নিয়ে কেউ পোস্টাল ব্যালট খোলার কক্ষে ঢুকতে পারবে না। যে ব্যালট ভেরিফাই ভোটার কর্তৃক হচ্ছে না সেটা আমরা গ্রহণ করব না। লাইভ ভেরিফেকেশন করে ভোট প্রদান করতে হবে। না হলে সে ভোট গণনায় আসবে না। একটি দীর্ঘদিনের দাবি ও স্বপ্নের ফল। এটা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।’
মতবিনিময় সভায় নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার টিএম মোশারেফ হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (কুমিল্লা) মো. আজিজুল ইসলাম, সেনাবাহিনীর নোয়াখালী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল চৌধুরী মোহাম্মদ আলী হায়দার, নৌবাহিনীর জেলা সমন্বয়ক কমান্ডার মাসুম উল হকসহ অনেকে।
জ/দি