গাজীপুর-২ এর বিএনপি ঐক্যবদ্ধ, বিজয় কেতন উড়ছে ধানের শীষের
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ২:৫৯ পিএম

বিভিন্ন জল্পনা কল্পনা মাড়িয়ে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ এর ১২ ফেব্রুয়ারী।  নির্বাচনকে ঘিরে গাজীপুর ২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমীক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রাথী এম মুঞ্জুরুল করিম রনি মতো ২ হেভিওয়েট প্রাথীকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে শুরু হয় জল্পনা কল্পনা।

ইতিমধ্যে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সালাউদ্দিন সরকার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে গাজীপুর-২ আসনের নির্বাচনী মাঠে সাধারণ ভোটারদের মধ্যে প্রাণচাঞ্চল্যতা ফিরে আসতে দেখা গেছে। ফলে গাজীপুর-২ এ  ঐক্যবদ্ধভাবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

আরও পড়ুন : আত্রাইয়ে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

এরই ধারা বাহিকতায় গত ২৩ জানুয়ারি বিকেলে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ মাঠে ধানের শীষের সমর্থনে আয়োজিত জনসভায় দলটির মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, গাজীপুর মহানগর বিএনপি আজ সম্পূর্ণ ঐক্যবদ্ধ। টঙ্গী থেকেই গাজীপুর-২ আসনের নির্বাচনী প্রচারণা শুরু করা হলো। যেখানে যাচ্ছি সেখানেই ধানের শীষের পক্ষে গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে। ১৯৯১ সালের নির্বাচনের মতো এবারও ধানের শীষের পক্ষে জনসমর্থনের ঢেউ উঠেছে।  বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ নিরাপদ। তবে কাউকে অবহেলা না করে সবাইকে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

এম মঞ্জুরুল করিম রনি বলেন, প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন। আগামী নির্বাচনের মাধ্যমেই সকল অন্যায়ের জবাব দেওয়া হবে। ধানের শীষ বিজয়ী হলে গাজীপুরবাসীর দীর্ঘদিনের দাবী অনুযায়ী এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেল গাজীপুর পর্যন্ত সম্প্রসারণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন : শীতের সবজির রঙে রঙিন ফরিদপুরের হাট-বাজার

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় যৌথ সঞ্চালনা করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, টঙ্গী পুর্ব থানা বিএনপির সাধারন সম্পাদক গাজী সালাউদ্দিন প্রমুখ। এছাড়া মহানগর এবং মহানগরের বিভিন্ন থানার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের একাধিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরও পড়ুন : বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

এসময় বক্তারা বলেন, গাজীপুর-২ আসনে ধানের শীষের জয় নিশ্চিত। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে গাজীপুরের প্রতিটি আসনেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবেন। তিনি বলেন, ১৯৯১ সালের মতো এবারও এই আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

বক্তারা স্মরণ করেন, ১৯৯১ সালের নির্বাচনে অধ্যাপক এম এ মান্নান এই আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন এবং পরবর্তীতে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হন। সেই ধারাবাহিকতায় এবার তারই সন্তান এম মঞ্জুরুল করিম রনি গাজীপুর-২ আসনে ধানের শীষের কান্ডারি হয়ে বিজয় ছিনিয়ে আনবেন। 

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft