মাদারীপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১:৩১ পিএম

মাদারীপুরে বিশেষ অভিযান চালিয়ে ককটেল, রামদা, চাপাতি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। শনিবার রাত ৩টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সদর উপজেলার বড়মেহের গ্রামের ইদ্রিস হাওলাদার তার নিজ বাড়ির বাগান ও আশপাশের এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিস্ফোরক মজুদ করে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী সেখানে অভিযান চালায়। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে ইদ্রিস হাওলাদার ও তার সহযোগীরা পালিয়ে যায়।

আরও পড়ুন : ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে “জন্ম ভবঘুরে” প্রফেসর আলতাফ হোসেন-বই এর প্রকাশনা উৎসব

পরবর্তীতে তার বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে ৪০টি ককটেল, ৯৪টি বল্লম, ৩৩টি ঢাল, ৪টি চাপাতি, ৩টি রামদা এবং ২টি চাইনিজ কুড়ালসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল জব্দ করার পর সদর মডেল থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সেনাবাহিনীর ক্যাপ্টেন শাফিন সরোয়ার ও ক্যাপ্টেন মোনায়েম সারজিল জানান,"আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যাতে কেউ কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে সড়ক ও মহাসড়কে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।"

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft