প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৩:২০ পিএম

নওগাঁর আত্রাইয়ে গণসংযোগ ও পথসভা করেছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবীর। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও পয়েন্টে তিনি এই গণসংযোগ কর্মসূচি পালন করেন।
গণসংযোগকালে আলমগীর কবীর স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় তার সঙ্গে স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আলমগীর কবীর তার বিগত সময়ের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, আপনারা আমাকে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে বারবার সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে আমি এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধন করেছি। জনগণের সেবা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি পুনরায় জনগণের সমর্থন ও দোয়া প্রার্থনা করেন। এবং তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি যদি আবারও আপনাদের দোয়া ও ভোটে এমপি নির্বাচিত হতে পারি, তবে এলাকার সকল অসমাপ্ত কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করব, ইনশাআল্লাহ।
আগামী নির্বাচনে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। কর্মসূচি শেষে তিনি এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
জ/দি