
প্রবাসীর প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক। দেশ বাঁচাতে দরকার, ধানের শীষের সরকার। সার্বভৌমত্বের মার্কা, ধানের শীষ মার্কা। এভাবেই নানান স্লোগানে ইউরোপসহ সারাবিশ্বের প্রবাসী বাংলাদেশিদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (২৪ জানুয়ারি) জার্মানির বাণিজ্যিক শহর ফ্রাঙ্কফুর্টের একটি অডিটোরিয়ামে বিএনপির জার্মানি শাখা আয়োজিত ধানের শীষের প্রচার সভা থেকে প্রবাসীদের কাছে এ অনুরোধ জানানো হয়।
জার্মানি বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জার্মানি বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য দেওয়ান শফিকুল ইসলাম।
বিএনপি নেতা নিয়াজ হাবিবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- সংগঠনটির জার্মানি শাখার নেতা মোজাম্মেল হক, জুয়েল খান, শাখাওয়াত হোসেন, আনিসুর রহমান, কায়সার শামীম, মঞ্জু সরকার, নিজাম সরকার, শাহজাহান আলী, দোলন খান, বাবুল খান, কুরবান আলী, সর্দার নিয়াজ, আল আমিন রিয়াজ, মাহবুবুর রহমান আরাফাত, রেজাউল করিম অন্তর, কাজী মিফতা, গুলজার আহমেদ ভুঁইয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান শফিকুল ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সবার। সেই দায়িত্ববোধ থেকেই আজকে আমাদের এই আয়োজন। ১৭ বছর বাংলাদেশে স্বৈরাচারী সরকার ছিল। ওই স্বৈরাচার সব প্রতিষ্ঠান ধ্বংস করে গিয়েছে। ফলে দেশ এখন গভীর সংকটে।
এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের প্রয়োজন সঠিক নেতৃত্বের। আমাদের দরকার একজন লিডারের। আমরা আমাদের সেই নেতা পেয়েছি। তিনি এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান।
তিনি আরও বলেন, অন্যদিকে আরেকটি দল নির্বাচনে অংশগ্রহণ করেছে যারা ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে। এদের সঙ্গে আরেকটি অপশক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই সময়ে দেশকে স্থিতিশীল করতে হলে প্রয়োজন তারেক রহমানের মতো নেতৃত্ব। স্বাধীনতাবিরোধী শক্তি ক্ষমতায় এলে শুধু আমরা ক্ষতিগ্রস্ত হবো না, ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশ, জাতি ও স্বাধীনতা।
দেওয়ান শফিক বলেন, জার্মানিসহ সব প্রবাসী ভাইদের বলবো, আসুন সব ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজি করি। ধানের শীষ বিজয়ী হলে, আমরা বিজয়ী হবো। ধানের শীষ পরাজিত হলে আমরা সবাই পরাজিত হবো।
জ/উ