সৌদি আরবে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১:১৩ পিএম

সৌদি আরবের জেদ্দায় স্ট্রোক করে মোহাম্মদ হকসাব (৫৪) নামের একজন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মৃত্যুবরণ করেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোরে সৌদি আরবের জেদ্দায় নিজ বাসায় অসুস্থবোধ করলে হাসপাতালে নেওয়ার পথে স্ট্রোক করে তার মৃত্যু হয়। জানা গেছে, নিহত হকসাব নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী গ্রামের ৫ নং ওয়ার্ডের সিরাজ মাঝির বাড়ীর মো. মোস্তফার ছেলে।

নিহতের মেয়ের জামাই সৌদি আরব প্রবাসী সাইফ আল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, উনি দীর্ঘ ২৫ বছর প্রবাস জীবনে আছেন। গত ৪ বছর সৌদিতে আছেন। সৌদিতে কাজের সঙ্কট, কাজ করেও বেতন না পাওয়া, পারিবারিক নানান টেনশন করতেন তিনি। ইচ্ছে ছিল আর কিছু সময় থেকে একেবারে দেশে ফিরবেন। ফিরছেন ঠিকই, কিন্তু জীবিত নয়, মৃত। এসময় তিনি লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন। এদিকে হকসাবের মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারের সদস্যরা করছেন শোকের মাতম।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft