এসএসসি ও দাখিলের ভোকেশনালে ফরম পূরণের সময় বৃদ্ধি
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২:২৬ পিএম

এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৬ -এর ফরম পূরণের সময় বৃদ্ধি হয়েছে। এ পর্যায়ে ফরম পূরণ শেষ হবে আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৬। সোনালী সেবার মাধ্যমে ফরম পূরণ ফি জমা দেওয়া যাবে ২৪ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত।

গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৬ -এর অনলাইনে টিসি ও পিসি নম্বর প্রেরণ, ফরম পূরণ, প্রয়োজনীয় ফি ইত্যাদি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে জমা দেওয়ার তারিখ ও নিয়মাবলি বৃদ্ধি করা হলো।

আরও পড়ুন : প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, অনলাইনে টিসি ও পিসি নম্বর এন্ট্রি করা যাবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। অনলাইনে ফরমও পূরণ করা যাবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। বিলম্ব ফি ৩০০ টাকাসহ অনলাইনে ফরম পূরণ করা যাবে ৬ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। 

প্রতিষ্ঠান জরিমানা ফি ২ হাজার ৫০০ টাকা ও বিলম্ব ফি ৩০০ টাকাসহ অনলাইনে ফরম পূরণ করা যাবে ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে ফরম পূরণ ফি জমা দেওয়া যাবে ২৪ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft