কানাডায় শিক্ষার্থীদের বাংলা ভাষা শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১০:২৯ এএম

কানাডার প্রবাসে বেড়ে উঠা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বাংলা ভাষা শেখা ও লেখাসহ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বাংলা শিক্ষার মানোন্নয়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি'র বাংলা স্কুলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলা ভাষা শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতিক ধারা অব্যাহত রাখতে সাংস্কৃতিক বিভিন্ন বিষয় এবং শিক্ষার সাথে আনন্দদায়ক কার্যকলাপ দ্রুত অন্তর্ভুক্ত করার জন্য অভিভাবকগণ কর্তৃপক্ষকে অনুরোধ জানান। 

আলোচনায় জটিল ঐতিহাসিক বা সাংস্কৃতিক বিষয়বস্তু বোঝানোর সুবিধার্থে প্রয়োজনে বাংলা ও ইংরেজি উভয় ভাষা ব্যবহারের প্রস্তাবও গৃহীত হয়। স্কুলের জন্য ল্যাপটপ ও প্রোজেক্টরের মতো জরুরি প্রযুক্তির প্রয়োজনীয়তাও আলোচনায় উঠে আসে।

বক্তারা বলেন, আমাদের কোমলমতি শিশুরাই আগামী দিনে কানাডায় আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যতবেশি আমাদের দেশীয় ভাষা ও সংস্কৃতির সাথে যুক্ত হবে ততটাই আমাদের লাল সবুজের পতাকা বিদেশের মাটিতে সমুন্নত থাকবে।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারি (বিসিএসি)-র সভাপতি ইকবাল রহমান, সংগঠনের শিক্ষা সম্পাদক ড. দেলোয়ার হোসেন, ক্যালগারি বাংলা স্কুলের প্রধান শিক্ষক মো. আসজাদ হোসেন এবং সহ-প্রধান শিক্ষক মোহাম্মদ রায়হান। অভিভাবকদের পক্ষে আলোচনায় অংশ নেন সোহেল মাহবুবুল করিম, মো. জহিরুল ইসলাম, আলমগীর হোসেন, জাভেদ ইকবাল, ওমর শামস, মো. বাহারুল আলম জুয়েল, মো. আলী আজম, নাজমুন গফুর সুবর্ণা এবং সুলতানুল আলম তাইপুরসহ আরও অনেকে।

জ/জা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft