পর্তুগালে বিজয় দিবসের অনুষ্ঠান ২৮ ডিসেম্বর, গাইবেন জলের গানের রাহুল আনন্দ
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ২:১০ পিএম

বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে রোববার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে মহান বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কাজা দো বাংলাদেশ-এর উদ্যোগে মার্কাদো দা কালচারাস, লিসবোয়া হল প্রাঙ্গণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইবেন বাংলাদেশের জনপ্রিয় গানের দল ‘জলের গান’ এর অন্যতম প্রতিষ্ঠাতা ও লিড ভোকালিস্ট রাহুল আনন্দ। এছাড়া আরো গাইবেন 'সোনাপাখি' খ্যাত জনপ্রিয় শিল্পি নাদিম ওয়াহিদ ও শ্রাবণী মুৎসুদ্দি।

সম্প্রতি লিসবনের দিদাজ রেস্টুরেন্টের হলরুমে এক সম্মেলনে এসব তথ্য জানান কাজা দো বাংলাদেশ এর সভাপতি রনি হোসাইন। এসময় আরও উপস্থিত ছিলেন কাজা দো বাংলাদেশ এর উপদেষ্টা এম এ হাকিম মিনহাজ, মাসুম আহমদ, সংগঠনের সেক্রেটারি শহীদ আহমদ (প্রিন্স), ইকবাল আহমদ কাঞ্চন, হাফিজ আল আসাদ, শাহিন আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ।

আরও পড়ুন : কানাডার ক্যালগেরিতে মহান বিজয় দিবস উদযাপন

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রনি হোসাইন বলেন, ‘গত বছর আমরা খোলা মাঠে বিজয় দিবস উদযাপন করেছিলাম। তবে এ বছর বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দিনব্যাপী এই আয়োজন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, বিজয়ের গৌরবময় ইতিহাস এবং বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।’

তিনি আরও জানান, অনুষ্ঠানে মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, শিশু-কিশোরদের বিশেষ পরিবেশনা, বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর বিভিন্ন স্টল, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা অনুষ্ঠিত হবে।

কাজা দো বাংলাদেশ এর নেতৃবৃন্দআশাবাদ ব্যক্ত করে জানান, পর্তুগালে বসবাসরত সকল বাংলাদেশি পরিবার, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের বিজয় দিবস উদযাপন একটি স্মরণীয় ও ঐতিহাসিক মিলনমেলায় পরিণত হবে।

জ/জ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft