ঝিনাইদহে চার আসনে প্রতীক বরাদ্দ: চলছে প্রচারণার প্রস্তুতি
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭:১০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু হলো।

আজ বুধবার (২১জানুয়ারি-২৬) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার চারটি আসনের মোট ২১ জন প্রার্থীর হাতে তাদের নির্ধারিত প্রতীক তুলে দেওয়া হয়।

আরও পড়ুন : নড়াইলের দুটি আসনে ১৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

প্রতীক হাতে পেয়ে প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ঝিনাইদহ-১ আসন (শৈলকুপা ও সদরের আংশিক) জন্য ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপির মো. আসাদুজ্জামান। দশ দলীয় জোটের প্রার্থী আবু ছালেহ মো. মতিউর রহমান পেয়েছেন দাঁড়িপাল্লা। এছাড়া এবি পার্টির মো. মতিয়ার রহমান ঈগল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্কসবাদীর মো. সহিদুল এনাম পল্লব মিয়া কাঁচি এবং জাতীয় পার্টির মনিকা আলম লাঙ্গল প্রতীক পেয়েছেন।

ঝিনাইদহ-২ আসনে (সদর ও হরিণাকুণ্ডু) উপজেলা নিয়ে বিএনপির প্রার্থী মো. আব্দুল মজিদ ধানের শীষ প্রতীক বরাদ্দ পান। দশ দলীয় জোটের আলী আজম মো. আবু বকর পেয়েছেন দাঁড়িপাল্লা। বাসদের আসসাদুল ইসলাম মই, সিপিবির মো. আবু তোয়াব কাস্তে, ইসলামী আন্দোলন বাংলাদেশের এইচ এম মমতাজুর রহমান হাতপাখা এবং জাতীয় পার্টির সাওগাতুল ইসলাম লাঙ্গল প্রতীক পেয়েছেন।

ঝিনাইদহ-৩ আসনে (কোটচাঁদপুর ও মহেশপুর) উপজেলা বিএনপির মোহাম্মদ মেহেদী হাসান পেয়েছেন ধানের শীষ। দশ দলীয় জোটের মো. মতিয়ার রহমান দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের মাওলানা সরোয়ার হোসেন হাতপাখা এবং গণঅধিকার পরিষদের সুমন কবির ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে প্রার্থীতা প্রত্যাহার করেননি তাপস, বিএনপির প্রার্থীর জন্য চ্যালেঞ্জ

ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ ও সদর উপজেলার চারটি ইউনিয়ন) নিয়ে বিএনপির মো. রাশেদ খান পেয়েছেন ধানের শীষ। দশ দলীয় জোটের মো. আবু তালিব দাঁড়িপাল্লা, স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলাম ফিরোজ কাপ পিরিচ, ইসলামী আন্দোলনের আব্দুল জলিল হাতপাখা, গণফোরামের খনিয়া খানম উদীয়মান সূর্য এবং জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু লাঙ্গল প্রতীক পেয়েছেন।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   ঝিনাইদহ   সংসদ নির্বাচন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft