ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে প্রার্থীতা প্রত্যাহার করেননি তাপস, বিএনপির প্রার্থীর জন্য চ্যালেঞ্জ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১০:১৫ এএম

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও মনোনয়ন প্রত্যাহার করেননি জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস। ফলে আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আব্দুল মান্নানের নির্বাচনী লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও কাজী নাজমুল হোসেন তাপস তার প্রার্থীতা বহাল রেখেছেন। তিনি এ আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কাজী নাজমুল হোসেন তাপসের প্রার্থীতা বিএনপির প্রার্থী আব্দুল মান্নানের ভোটের সমীকরণে প্রভাব ফেলবে। বিশেষ করে তৃণমূল বিএনপির একটি অংশের নেতাকর্মী ও সমর্থকরা কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে কাজ করছেন।

আরও পড়ুন : আশুগঞ্জে একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন

এ বিষয়ে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস বলেন, আমার মরহুম বাবা কাজী আনোয়ার হোসেন এ আসনে চারবারের সংসদ সদস্য ছিলেন। বাবার রেখে যাওয়া বিএনপির অগণিত নেতাকর্মী সমর্থকদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি নির্বাচনে অবতীর্ণ হয়েছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে, বাবার দোয়া আর মানুষের ভালোবাসায় আমার বিজয় শতভাগ সুনিশ্চিত ইনশাল্লাহ।

উল্লেখ্য, মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আবদুল বাতেন ও গণফ্রেন্টর প্রার্থী নজরুল ইসলাম ভূঁইয়া তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর ফলে এ আসনে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ ও বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) সহ মোট ৮ জন প্রার্থী নির্বাচনের চূড়ান্ত লড়াই করবেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft