সিরাজগঞ্জে জামায়াত প্রার্থী-সমর্থকদের উপর হামলা, আহত ১৫
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৭:১০ পিএম

সিরাজগঞ্জের কাজিপুরে জেলা জামায়াতের আমির ও দলটির সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর একাংশ) আসনের প্রার্থী মাওলানা শাহিনুর আলমের গাড়ি বহরে হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১৫ জামায়াত নেতা-কর্মি আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল। 

গতকাল সোমবার রাত সাড়ে দশটার দিকে কাজিপুর উপজেলার সোনামুখি এলাকায় হামলার ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: মোহাম্মদপুরে ছুরিকাঘাতে মা-মেয়ে খুন: নাটোরে দাফন সম্পন্ন

জামায়াতের দাবি বিএনপির লোকজন হামলার সাথে জড়িত। ঘটনার প্রতিবাদে জেলা জামায়াত শহরে প্রতিবাদ মিছিল করেছে। হামলায় আহতদের মধ্যে পিপুলবাড়িয়া আঞ্চলিক শাখা জামায়াতের সভাপতি আ: আওয়াল, ছোনগাছা ইউনিয়ন জামায়াতের আমির নজরুল ইসলাম ও সদর উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহকারি সেক্রেটারি নুর আলমকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে কাজিপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আরমান হোসেনসহ অন্যদের।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির ও দলটির সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর একাংশ) আসনের প্রার্থী মাওলানা শাহিনুর আলম জানান, সোমবার রাতে কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের স্থলবাড়ি গ্রামে একটি ইসলামি জলসায় উপস্থিত হলে তাকে বক্তব্য প্রদানে বাধা প্রদান করা হয়। মারপিট করা হয় তার কর্মিদের। সেখান থেকে ফেরার পথে সোনামুখি এলাকায় পৌছলে তার বহরে অতর্কিত হামলা চালায় বিএনপি নেতা-কর্মিরা। এসময় তাদের মারপিটে জামায়াতের কাজিপুর উপজেলা সেক্রেটারিসহ অন্তত ১৫ জন আহত হয়।

ইসলামি জালসায় ঐ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজাও উপস্থিত ছিলেন। তার উপস্থিতি ও ইন্ধনেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন এই জামায়াত নেতা।

আরও পড়ুন: তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে দৃড়ভাবে বিশ্বাস করি : মো: রবিউল ইসলাম

কাজিপুর আসনের বিএনপি প্রার্থী সেলিম রেজা জানান, আমি প্রধান অতিথির বক্তব্যে শেষে নেমে আসার পর জামায়াত প্রার্থী মিছিল নিয়ে জালসায উপস্থিত হলে উপস্থিত জালসার শ্রোতারা প্রতিবাদ করলে হট্টগোল হয়। পরে সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে পৌছে পরিবেশ শান্ত করেছি। তবে সোনামুখীতে কি হয়েছে সেটি সঠিক বলতে পারব না। তবে জেনেছি তাদের এক কর্মী মোটরসাইকেল রেখে পালিয়েছিল। সেটি পরে পুলিশ ফেরত দিয়েছে। ঘটনার সাথে বিএনপি জড়িত না থাকলেও জামায়াত রাজনৈতিক ফায়দা লোটার জন্য অপপ্রচার করছে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো এনায়েতুর রহমান জানান, দুই প্রার্থীর উপস্থিতি জালসায় জামায়াতের শ্লোগান নিয়ে মারপিটে ঘটনা ঘটে। পরে ফের সোনামুখী বাজারে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তবে কোন পক্ষই অভিযোগ দেয়নি। পরে খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   সিরাজগঞ্জ   জামায়াতে ইসলামী   হামলা   আহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft