তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে দৃড়ভাবে বিশ্বাস করি : মো: রবিউল ইসলাম
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ২:০৮ পিএম

“দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা-গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য কে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২৫। বোদা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে মঙ্গলবার (০৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দিবসটি উদযাপন উপলক্ষে র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলাম। এবং অন্যান্যের মধ্যে সাংবাদিক মাজেদুল ইসলাম আকাশ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান প্রামাণিক, এনজিও প্রতিনিধি শফিকুল আলম দোলন, হারুন রশীদ, আহমদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন : পঞ্চগড় তাপমাত্রা অপরিবর্তিত, বেড়েছে শীতের তীব্রতা

বক্তারা বলেন, দূর্নীতি একটি মারাত্মক ব্যাধি। এ থেকে সমাজকে বাচাতে হলে তরুণদের এগিয়ে আসার বিকল্প নেই। ব্যক্তি, পরিবার,সমাজ থেকেই দূর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলাম বলেন, তরুণ রাই আগামীর সুন্দর বাংলাদেশ গড়বে এটা দৃড়ভাবে বিশ্বাস করি। দূর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে তরুণদের পাশাপাশি সামাজিক ভাবে এর কুফল সম্পর্কে আমাদের সচেতনতা বাড়াতে হবে। 

আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সমাজকর্মী, সংস্কৃতি কর্মী, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। 

জদি/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft