ফিলিস্তিনিদের সংগ্রাম নিয়ে চলচ্চিত্র বানাচ্ছেন চিলির নির্মাতারা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৯ পিএম

ফিলিস্তিনের দীর্ঘদিনের দমন–পীড়ন, দখল ও মানবাধিকার লঙ্ঘনের গল্প বিশ্ববাসীর সামনে নতুনভাবে তুলে ধরতে উদ্যোগ নিয়েছেন চিলির একদল চলচ্চিত্র নির্মাতা। তাদের নতুন ফিচার ফিল্মটি যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের জীবন, প্রতিরোধ আর মানবিক সংকটকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। রোববার ( ৩০ নভেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।  

চিলির এই নির্মাতারা জানিয়েছেন, ফিলিস্তিনের যুদ্ধ বাস্তবতার মধ্যেও সাধারণ মানুষের টিকে থাকার দৃঢ়তা ও সংগ্রামই চলচ্চিত্রের মূল অনুপ্রেরণা। দীর্ঘ গবেষণা, সাক্ষাৎকার এবং মাঠপর্যায়ের কাজের ভিত্তিতে তারা এমন একটি গল্প নির্মাণ করছেন, যা আরব বিশ্বের বাইরে লাতিন আমেরিকায় ফিলিস্তিনের বাস্তবতা নিয়ে সচেতনতা বাড়াবে।

আরও পড়ুন : টিভি সিরিয়ালে অভিনয় ছাড়ছেন জীতু কামাল

নির্মাতাদের মতে, মূলধারার আন্তর্জাতিক গণমাধ্যমে ফিলিস্তিনের কণ্ঠ প্রায়শই চাপা পড়ে যায়। তাদের চলচ্চিত্রটি সেই নীরবতার ভেতর থেকে উঠে আসা মানুষের গল্প বলবে। তারা ফিলিস্তিনে চলমান মানবাধিকারের লঙ্ঘন, নিরাপত্তাহীনতা, ধ্বংসস্তূপের ভেতর জীবনযাপন এবং অসহায় মানুষের আশাবাদী মনোভাবকে কেন্দ্র করে কাহিনী সাজিয়েছেন।

চলচ্চিত্রটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে অংশ নেয়ার লক্ষ্যেই তৈরি হচ্ছে। নির্মাতারা আশা করছেন, এটি বিভিন্ন দেশের দর্শকদের কাছে ফিলিস্তিন ইস্যুকে নতুনভাবে উপলব্ধির সুযোগ তৈরি করবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft