টিভি সিরিয়ালে অভিনয় ছাড়ছেন জীতু কামাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৬:৪৬ পিএম

কয়েক মাস ধরে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিককে ঘিরে ভক্তদের কৌতূহল যেমন বেড়েছে, তেমনি বেড়েছে বিতর্কও। সহ-অভিনেত্রী দিতি প্রিয়ার সঙ্গে ক্রমাগত দ্বন্দ্ব, পর্দার আড়ালের টানাপোড়েন সব মিলিয়ে যেন হাঁফিয়ে উঠেছিলেন জীতু কামাল। অবশেষে এই তিক্ত অভিজ্ঞতার ছাপ রেখে তিনি নিলেন এমন এক সিদ্ধান্ত, যা বদলে দিতে চলেছে ধারাবাহিকের গতি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ধারাবাহিকের নায়িকা দিতিপ্রিয়া রায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে 'অপর্ণা'র চরিত্র থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন। এর পরপরই নতুন নায়িকা নির্বাচন নিয়েও শুরু হয় বিতর্ক। যদিও দর্শকদের একটি বড় অংশ দাবি জানায়, দিতিপ্রিয়া ছাড়া অন্য কাউকে অপর্ণার চরিত্রে মানাবে না। এমন পরিস্থিতিতে নতুন করে শুরু হতে যাচ্ছিল ধারাবাহিকটি।

আরও পড়ুন: অ্যাকশন সিনেমায় জুটি বাঁধছেন আরিফিন শুভ-মিম

কিন্তু এরই মাঝে জীতু সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘আপনারা অর্থাৎ যারা আমার ভক্ত বা দর্শক, যাদের জন্য আমি নায়ক হতে পেরেছি আমি আমার জীবনে কোনো সিদ্ধান্ত তাদের না জানিয়ে করি না।’

‘তাই আজ আমি যে সিদ্ধান্ত নিতে চলেছি, সেটাও আপনাদের জানিয়েই করব। আজকে আমি একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছি আর সেটা হলো- আগামী দিনে আর কোনো টিভি সিরিয়ালে আমি অভিনয় করব না।

তার কথায়, ‘আমি খুব আনন্দের সঙ্গেই জানাচ্ছি যে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে আমি শেষ অভিনয় করছি। এরপর অন্য মাধ্যমে অভিনয় করলেও ধারাবাহিকে আমি আর অভিনয় করব না। যারা আমার সঙ্গে রয়েছেন বা যারা আমার বিরুদ্ধে রয়েছেন, তাদের সকলকেই আমি এই কথাটা জানালাম।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিনোদন   টিভি সিরিয়াল   জীতু কামাল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft