প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৫ পিএম আপডেট: ০১.১২.২০২৫ ৯:২৭ পিএম

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ পূর্ব এশিয়া। চার দেশে মৃতের সংখ্যা ছাড়িয়েছে হাজার। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইন্দোনেশিয়া। যেখানে দুর্যোগে ৫শ'রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটির বন্যাদুর্গত অনেক এলাকায় এখনও পৌঁছাতেই পারেনি উদ্ধারকর্মীরা।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে-দেশটির এই তিন প্রদেশেই শুধু বাস্তুচ্যুতের সংখ্যা আনুমানিক তিন লাখ। তবে তাদের উদ্ধারে এখনও কোনো ব্যবস্থা নেয়া যায়নি। কেননা, দুর্গত এলাকাগুলোতে প্রবেশ করতে পারেনি উদ্ধারকর্মীরা। ভূমিধসে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কয়েকটি দ্বীপ অঞ্চল।
এদিকে, শ্রীলঙ্কায় প্রাণহানি সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৩৪ জনে।
কর্তৃপক্ষ বলছে-শ্রীলঙ্কার এক তৃতীয়াংশ অঞ্চলেই নেই বিদ্যুৎ ও সুপেয় পানি। পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। ভূমিধসের কারণে বেশকিছু এলাকায় বন্যাদুর্গতদের উদ্ধারে বেগ পোহাচ্ছে প্রশাসন।
ভারি মৌসুমি বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে দক্ষিণ এশিয়ার অপর দুই দেশ থাইল্যান্ড ও মালয়েশিয়ায় প্রাণহানি ছাড়িয়েছে দেড়শ'।
জ/উ