নাটোরে প্রশাসনের আশ্বাসে নেসকো অফিস ঘেরাও কর্মসূচি সাময়িক স্থগিত
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১১:২৪ এএম

নাটোরে প্রশাসনের আশ্বাসে নেসকো অফিস ঘেরাও কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে এই কর্মসূচি স্থগিত করে আন্দোলনকারীরা। 

এর আগে, বেলা ১১টা থেকে প্রিপেইড মিটার বাতিল, অতিরিক্ত বিল আদায়সহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে শহরের হাফরাস্তা এলাকায় নেসকো অফিসের সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা সড়কে বাঁশ ফেলে ব্যারিকেড তৈরি করেন। ফলে সড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন : ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যুতে তদন্ত কমিটি

এরপর দিনভর দফায় দফায় ছাত্র জনতার সাথে আলোচনায় ব্যর্থ হন প্রশাসনের কর্মকর্তারা। পরে, রাতে জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্রসমাজ ও আন্দোলনকারীদের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করে বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে তোলা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের এ আশ্বাসের পর অবরোধকারীরা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন। তবে প্রিপেইড মিটার বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে বলে জানান আন্দোলনকারীরা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft