সীমান্তে কাঁটাতারের বেড়া কাটার সময় আটক ১
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১১:০৬ এএম আপডেট: ২৫.১১.২০২৫ ১২:১৪ পিএম

লালমনিরহাট জেলা হাতীবান্ধা সীমান্তে ভারতীয় কাঁটাতারের বেড়া কাটতে যাওয়ার সময় লাভলু হোসেন (৩৮) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৪ নভেম্বর) সকালে আটক ব্যক্তিকে হাতীবান্ধা থানায় হস্তান্তর করেছে বিজিবি। এর আগে এদিন ভোরে উপজেলার বুড়াসারডুবি এলাকায় থেকে তাকে আটক করে বিজিবি।

জানা গেছে, আটক হাতীবান্ধা উপজেলার বড়খাতা বুড়াসারডুবি গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে।

বিজিবি সূত্র জানায়, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধিনস্থ বড়খাতা বর্ডার আউটপোস্ট (বিওপি)-এর কয়েকজন সদস্য বুড়াসারডুবি সীমান্তে টহল দিচ্ছিলেন। এসময় তারা ভারতীয় সীমান্তে বেআইনিভাবে কাঁটাতারের বেড়া কাটতে যাওয়া লাভলু হোসেনকে হাতেনাতে আটক করেন। আটকের পর বিজিবি তার কাছ থেকে গরু চোরাচালানের কাজে ব্যবহৃত একটি কাঁটাতারের বেড়া কাটার প্লাস (কাটার), একটি স্মার্ট ফোন এবং দুটি সিম কার্ড জব্দ করে।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী বলেন, ‘বিজিবি আসামিকে থানায় সোপর্দ করেছে।’

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft