নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত, এলাকাবাসীর মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৯:৫১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও নিহতদের পরিবার। আজ শুক্রবার (২৪ অক্টোবর) বেলা  ১১টার দিকে উপজেলার ফুলবাড়ি মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে নিহতদের স্বজন ও স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, গত ১৪ অক্টোবর নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাড়কোল সাহাপুকুর গ্রামে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম তুহিন ও সাবেক এমপি আমিনুল ইসলামের অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

পাঁচবিবিতে ‎সাপ্লাই শুরু হতে না হতেই পৌরসভার সাড়ে ৩'শ পানির মিটার চুরি

সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই ভাই মিলন আলী ও আলম আলী মারা যান।

নিহতদের পরিবার ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, এটি কোনো আকস্মিক সংঘর্ষ নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। সাবেক এমপি আমিনুল ইসলামের সমর্থকরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় বলে দাবি করেন তারা।

কমলগঞ্জ (পুসাক)-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। যারা নিরীহ দুজন মানুষকে পিটিয়ে হত্যা করেছে, তাদের যেন আইনের আওতায় আনা হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, স্থানীয় বাসিন্দা মামুনুর রশিদ, আজের শেখ, ছাত্রনেতা কাফেক ও কাহারসহ ভুক্তভোগী পরিবারের সদস্য জুলেখা বেগম, নুরেসা বেগম ও শিউলি বেগম।

৮৩ দিন পর ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু

বক্তারা আরও বলেন, রাজনীতি নিয়ে দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু মানুষের প্রাণ নেওয়া কোনো রাজনীতি নয়। মিলন ও আলম আলীর হত্যাকারীদের বিচার না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। মানববন্ধনে নিহতদের পরিবার ও এলাকাবাসী প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এই বিষয়ে সাবেক এমপি আমিনুল ইসলামের ফোনে একাধিকবার ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   রাজশাহী   হত্যা   মানববন্ধন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft